প্রায় ৩ মিনিটের ট্রেলারে টানটান অ্যাকশন। মারপিটের রকমেও রয়েছে পরিবর্তন। তালে তাল দিয়ে অ্যাকশন করেছেন ক্যাটরিনা কাইফও। ছবিতে নাকি বিরাট যোগ রয়েছে শাহরুখ খানের জওয়ান-এর। এক ঝলকেই বাজিমাত করেছে টাইগার ৩। ফের সলমানের টাইগার অবতার দেখেই দারুণ খুশি ভক্তরা।
আরও পড়ুন: অনেকেই চাল কুমড়ো চেনে না, তাই কেনেও না! এই সবজির উপকারিতা জানলে রোজ খাবেন
advertisement
আরও পড়ুন: খোসা-সহ আপেল খেলে কী হয়? খোসা ছাড়িয়ে খাওয়া কি উপকারী! জানুন কোনটা খাওয়া ভাল
টাইগার ৩ -এর ট্রেলার দেখেই ভাইজান ভক্তরা বলছেন, এই ছবি পাঠান, জওয়ান-এর রেকর্ড ভেঙে হাজার কোটির থেকেও বেশি ব্যবসা করবে। দীপাবলিতে মুক্তি পাবে ভাইজানের নতুন ছবি টাইগার ৩। দর্শকদের মধ্যে ইতিমধ্যেই এই ছবি নিয়ে কৌতূহলের পারদ ঊর্ধ্বমুখী।
টিজার মুক্তির পরই এক্স হ্যান্ডেলে শাহরুখ এক ভক্তের প্রশ্নের জবাবে লিখলেন, ‘টাইগার ৩ দেখতে দারুণ লাগছে। ভাই ভাই তো। দারুণ লেগেছে।’ আরেক ভক্তের প্রশ্নের উত্তরে শাহরুখ ফের লিখেছেন, ‘এটা তো শুধু টিজার… টাইগার… ছবি এখনও বাকি আছে আমার বন্ধু। এটা দারুণ হতে চলেছে (ভিতরের গল্প বলছি) হা হা!!!’ আর এতেই জল্পনা আরও বেড়েছে, টাইগার ৩-তে দেখা যাবে জওয়ান শাহরুখ খানকেও।