বলিউডের ভাইজান লেখেন ‘ আসছি, ২০২৩ সালের দীপাবলিতে #Tiger3 নিয়ে। আপনার কাছাকাছি হলে #YRF50-এর সঙ্গে উদযাপন করুন #Tiger3। হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাচ্ছে আমদের ছবি।” পোস্টারে দেখা যাচ্ছে সলমন ও ক্যাটরিনা ধ্বংসস্তূপের সামনে বন্দুক হাতে দাঁড়িয়ে। টাইগার রূপে সলমন, সঙ্গে গলায় অতিপরিচিত স্কার্ফ।
আরও পড়ুন: নীল-তৃনার নতুন পথ চলা শুরু! সাক্ষী থাকলেন অপরাজিতা-সৌরভ, রইল ছবি
advertisement
পোস্টারটি শেয়ার করে ক্যাটরিনা লিখেছেন, “নেই কোনও সীমা। নেই ভয়। পিছনে ফিরে দেখার কিছু। এই দীপাবলিতে প্রেক্ষাগৃহে #Tiger3। শুধুমাত্র আপনার কাছাকাছি হলে #YRF50-এর সঙ্গে উদযাপন করুন #Tiger3। হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাচ্ছে।”
আরও পড়ুন: বেটেকো হাত লাগানে সে পহেলে বাপ সে বাত কর… ‘জওয়ান’-এর ঝলকে শাহরুখের মুখে কি আরিয়ান-প্রসঙ্গ
‘পাঠান’ মুক্তির পর থেকেই ‘টাইগার ৩’ নিয়ে নানা গুঞ্জন শুরু হয়ে গিয়েছিল। এটি ই ‘পাঠান’-এর পর YRF-এর ‘স্পাই ইউনিভার্স’-এর পঞ্চম ছবি হতে চলেছে। সলমন খান ও ক্যাটরিনা কাইফের বহুল প্রতীক্ষিত এই ছবিটির শ্যুট বিশ্বের নানা জায়গায় করা হয়েছে, এটি দর্শকদের একদম একটি অন্যরকম সিনেমাটিক অভিজ্ঞতা দেবে বলেনই আশা করছেন ছবির নির্মাতারা।
জুন মাসে, ‘টাইগার ৩’-এর একটি ভিডিও স্যোশাল মিডিয়ায় দেখা গিয়েছিল। ছোট্ট সেই ক্লিপটিতে সালমান খান ও শাহরুখ খানকে দেখা গিয়েছিল। সেই ভিডিওতে দেখা গিয়েছিল সলমন ওরফে পর্দার ‘টাইগার’ কপালে আঘাত পেয়েও ছুটছে, আর তাঁকে অনুসরণ করছেন ‘পাঠান’ রূপী শাহরুখ।
পাঠান-এ সলমননের ঝলক ভক্তদের উন্মাদনা বাড়িয়ে দিয়েছিল। অভিনেতা ‘পাঠান’-এ টাইগারের চরিত্রে অভিনয় করেছিলেন এবং সেখানেই বলা হয়েছিল টাইগার যাচ্ছে মিশনে, ভবিষ্যতে যদি দরকার পরে ‘পাঠান’কে তাঁর প্রয়োজন হতে পারে সহায়তা জন্য, যা ‘টাইগার ৩’-এর উচ্ছ্বাসকে আরও বাড়িয়ে দিয়েছিল।
অন্যদিকে, সামনের সপ্তাহেই মুক্তি পেতে চলেছে শাহরুখ অভিনীত, অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’। ইতিমধ্যেই এই ছবির টিকিটের প্রি-বুকিং ভেঙেছে বহু ছবির রেকর্ড। এই ছবিতে শাহরুখের পাশাপাশি দীপিকা পাডুকোন, নয়নথারা ও বিজয় সেতুপতিকে দেখা যাবে।
