আরও পড়ুন– উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস
পুরুলিয়ার কাশীপুর এলাকা থেকে উঠে আসা অভিনেতা সিদ্ধার্থ মণ্ডল আজ বাংলা সিনেমার পর্দায় এক পরিচিত মুখ। বাবা-মা দু’জনেই শিক্ষক-শিক্ষিকা ছিলেন। এক শিক্ষিত ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে বেড়ে ওঠা সিদ্ধার্থর ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি ছিল এক অদম্য টান। যদিও ইঞ্জিনিয়ারিং শেষ করেই চাকরি পেয়েছিলেন ৷ তবে সেই চাকরি ছেড়ে স্বপ্নের টানে পা রাখেন অভিনয় জগতে। আত্মবিশ্বাস আর প্রতিভার জোরে আজ সিদ্ধার্থ এক বিশাল পরিচিতি গড়ে তুলেছেন বাংলা সিনেমা জগতে।
advertisement
‘রঘু ডাকাত’ সিনেমা নিয়ে নিজের অভিজ্ঞতা প্রসঙ্গে সিদ্ধার্থ বলেন, “খুব ভাল লেগেছে ‘রঘু ডাকাত’-এর মত একটি সিনেমায় কাজ করতে পেরে। এর আগেও আমি অনেক সিনেমায় কাজ করেছি, দেব দার সঙ্গেও একাধিকবার কাজ করার অভিজ্ঞতা হয়েছে। তবে এই সিনেমাটিতে কাজ করার ইচ্ছে আমার অনেক দিনের ছিল। সেই সুযোগটা যখন পেলাম, আমি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। আমি চাই, প্রত্যেকেই যেন সিনেমা হলে গিয়ে ‘রঘু ডাকাত’ সিনেমাটি দেখেন। আশা করছি, সকলের খুব ভাল লাগবে।”
শুধু রূপালি পর্দায় নয়, বাস্তব জীবনেও অনুপ্রেরণার এক উজ্জ্বল প্রতীক হয়ে উঠেছেন আজ সিদ্ধার্থ। প্রতিটি চ্যালেঞ্জকে সাহসিকতার সঙ্গে অতিক্রম করে তিনি দেখিয়ে দিয়েছেন, সত্যিকারের সাফল্য আসে আত্মবিশ্বাস ও নিরলস প্রচেষ্টার সমন্বয়ে।