TRENDING:

ইনি কিন্তু মাইকেল জ্যাকশন নন, তাহলে কে?

Last Updated:

কে বলবে? যে ইনি পপ দুনিয়া সম্রাট মাইকেল জ্যাকশন নন ! কিন্তু মাইকেল তো আর নেই ! ফ্যানদের হৃদয়ে অবশ্য তিনি রয়েছেন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নিউ ইয়র্ক: কে বলবে? যে ইনি পপ দুনিয়া সম্রাট মাইকেল জ্যাকশন নন ! কিন্তু মাইকেল তো আর নেই ! ফ্যানদের হৃদয়ে অবশ্য তিনি রয়েছেন ৷ আর এই ভদ্রলোকের চেহারায় !
advertisement

নাম সারগিয়ো করতেস ৷ তবে তিনি যদি মাইকেল নাম নিয়ে রাস্তায় ঘাটে ঘুরে বেড়ান, এমনকী, স্টেজ শো করেন, অনেকেই হতবাক হবেন তাঁকে দেখে ৷ সেই চোখ, সেই মুখ, সেই আদব কায়দা ৷

আসলে, সারগিয়োও মাইকেল জ্যাকশনের খুব বড় ফ্যান ৷ তাই তো নিজেকে সব সময়ই সাজিয়ে রাখেন মাইকেলের মতো করেই ৷ মাইকেল জ্যাকশনের নকল করতে করতে, কখন যে তিনি নিজেই মাইকেল হয়ে উঠেছেন !

advertisement

সারগিয়োর ইনস্টাগ্রামে চোখ রাখুন ৷ তাহলেই বুঝবেন, মাইকেলের সঙ্গে কতটা মিল সারগিয়োর !

বাংলা খবর/ খবর/বিনোদন/
ইনি কিন্তু মাইকেল জ্যাকশন নন, তাহলে কে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল