আন্তর্জাতিক কসমেটিক ব্র্যান্ড ল’রিয়েল-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে কানের রেড কার্পেটে নিয়মিত মুখ ঐশ্বর্য রাই বচ্চন ও সোনম কাপুর৷ এবার যোগ দিচ্ছেন দীপিকা পাডুকোনও৷ আগামী ১০-১১ মে রেড কার্পেটে ল’রিয়েল-এর মুখ হিসেবে দেখা যাবে দীপিকাকে৷ ১২-১৩ মে ভারতের প্রতিনিধিত্ব করবেন ঐশ্বর্য এবং ১৪-১৫ মে রেড কার্পেটে হাঁটবেন সোনম৷
আরও পড়ুন: কান-এ নগরকীর্তন, জেনে নিন আর কোন কোন ছবি থাকছে ইন্ডিয়া প্যাভিলিয়নে
advertisement
অ্যালকোহল ব্র্যান্ড গ্রে গুজ-এর মুখ হিসেবে ৯-১১ মে রেড কার্পেটে দেখা যাবে কঙ্গনা রনাওয়াতকে৷ অন্য একটি অ্যালকোহল ব্র্যান্ডের প্রতিনিধিত্ব করবেন হুমা কুরেশি৷ ডেজার্ট ব্র্যান্ড ম্যগনাম-এর মুখ হিসেবে কান-এ ডেবিউ করছেন ডিজাইনার মণীশ মলহোত্রা৷ সুপারমডেল বেলা হাদিদ-এর জন্য এক্সক্লুসিভ ক্রিয়েশনও প্রদর্শন করবেন তিনি৷
সাদাত হুসেন মান্টোর বায়োপিক ‘মান্টো’ নিয়ে কান-এ যাচ্ছেন পরিচালক নন্দিতা দাস৷ ছবির মুখ্য চরিত্রের অভিনেতারাও উপস্থিত থাকবেন স্ক্রিনিং-এ৷ নওয়াজউদ্দনি সিদ্দিকী, দিব্যা দত্ত, রসিকা দুগ্গল রয়েছেন টিম ‘মান্টো’-তে৷ শেফ বিকাশ খন্নার ডিরেক্টোরিয়াল ডেবিউ দ্য লাস্ট কালার-এর স্ক্রিনিং-এ উপস্থিত থাকবেন ছবির অভিনেত্রী নীনা গুপ্তা৷ মেয়ে মাসাবা গুপ্তার পোশাকেই কান-এ দেখা যাবে তাঁকে৷
ইন্দো-ফরাসি প্রযোজনার ছবি দ্য এক্সটা অর্ডিনারি জার্নি অফ দ্য ফকির ছবির স্ক্রিনিং-এ উপস্থিত থাকবেন অভিনেতা ধনুষ৷