TRENDING:

Hyderabad Theatre: হায়দরাবাদে তিন দিনের বহুভাষিক নাট্যমেলা! রইল বিশেষ চমক, কী জেনে নিন

Last Updated:

Hyderabad Theatre: ১ ঘণ্টা ৩০ মিনিটের নাটকটি এক কথায় অনবদ্য প্রযোজনা। মূল নাটকের ভাব বজায় রেখে ধরা হয়েছে আজকের সময়। সেই প্রশ্নগুলোকেই উস্কে দেওয়া হয়েছে যা অনন্তকাল প্রাসঙ্গিক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হায়দরাবাদ: গত ২৪ থেকে ২৬ মার্চ হায়দরাবাদ লামাকানে অনুষ্ঠিত হল Xpression । তিন দিনের বহুভাষিক নাট্যমেলা। শুদ্রক হায়দরাবাদ, হায়দারাবাদেরই একটি নাট্যদল, তেলাঙ্গানা গভর্নমেন্টের ভাষা এবং সংস্কৃতি দপ্তর ও হায়দরাবাদ বাঙালি সমিতির সহযোগিতায় এই অনুঠানের আয়োজন করেছিল।প্রথম দিন, অর্থাৎ ২৪শে মার্চ, মেলার উদ্বোধন হয় একটি গান কবিতার কোলাজের মাধ্যমে। অনুপ মুখোপাধ্যায় সুর ও কর্ণ সেনের কথায় 'তোলপাড় তুলুক তোলপাড়' গানটির অংশবিশেষের সঙ্গে একটি তেলুগু কবিতা, হিন্দি কবিতা ও ইংরিজি কবিতার অংশ মিশিয়ে তৈরি হয়েছিল কোলাজটি।
advertisement

এর পর একটি আলোচনা সভা, যেখানে Ex Chief Secretary Department of Tourism চান্দনা খান, যিনি নিজেও একজন কবি ও চিত্রশিল্পী ও শুদ্রক হায়দরাবাদের শুভানুধ্যায়ী, বক্তব্য রাখেন হায়দরাবাদ থিয়েটার ও শাঁওলী মিত্র সম্পর্কে।  কী ভাবে থিয়েটার ছোটদের শিক্ষার ক্ষেত্রে সহযোগী হয়, সে বিষয়ে বক্তব্য রাখেন Green Gables International School-এর প্রতিষ্ঠাতা শ্রীমতি মালতি ভাস্কর। বাঙালি সমিতির ভাইস প্রেসিডেন্ট ও সেক্রেটারি ও তাঁদের কথা বলেন। অনুষ্ঠানটি খুবই ঘরোয়া ভাবে পরিবেশন করায় দর্শকের কাছে তার গ্রহণযোগ্যতা বাড়ে। এর পর ছিল শুদ্রক হায়দরাবাদের নিজস্ব প্রযোজনা, হিন্দি নাটক - এক দুরাচারী রাজা। আলবার্ট ক্যামুর ক্যালিগুলা নাটক থেকে তৈরি হয়েছে এটি।

advertisement

আরও পড়ুন: ১০০ দিন পার! বক্স অফিসে এখনও উড়ছে 'প্রজাপতি', বাংলা ছবি নিয়ে আশাবাদী পরিচালক'

আরও পড়ুন: ৫৭-তেও ঝড় তুললেন SRK! ঝুমে জো পাঠান-এর তালে বিদ্যুৎ খেলে গেল স্টেজে, সঙ্গী কারা? দেখুন

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

১ ঘণ্টা ৩০ মিনিটের নাটকটি এক কথায় অনবদ্য প্রযোজনা। মূল নাটকের ভাব বজায় রেখে ধরা হয়েছে আজকের সময়। সেই প্রশ্নগুলোকেই উস্কে দেওয়া হয়েছে যা অনন্তকাল প্রাসঙ্গিক। অভিনয়, আলো, মঞ্চ, এবং লাইভ বেহালার ব্যবহার, দর্শককে মুহূর্তের জন্যও চোখ সরাতে দেয়নি। শুদ্রক হায়দরাবাদের কর্ণধার শ্রী স্বপন মণ্ডল নাটকটির এডাপ্টেশন, পরিচালনা ও রাজার ভূমিকায় অভিনয় করেছেন।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Hyderabad Theatre: হায়দরাবাদে তিন দিনের বহুভাষিক নাট্যমেলা! রইল বিশেষ চমক, কী জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল