একেবারে পাড়ার থিয়েটার থেকে তাঁর মঞ্চের যাত্রা শুরু৷ তখন থেকেই অভিনয়ের দিকে ঝোঁক শুরু হয়৷ তিনি একটি সাক্ষাৎকারে বলেছিলেন, অভিনয়কে তিনি অনেকটাই স্বাভাবিক প্রবৃত্তির মতো দেখেছিলেন৷ সেটা প্রথমেই তিনি বুঝে নিয়েছিলেন৷
আরও পড়ুন: অভিষেকের সভার মাইকে শান্তিকুঞ্জের শান্তিভঙ্গ? মিটার হাতে মাপছে পুলিশ
অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হওয়ার কথা তিনি বলেছেন একাধিকবার৷ অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি কাজ করতে শুরু করেন৷ সেখানেই তিনি নাটকের অ-আ-ক-খ শিখেছিলেন বলে জানিয়েছিলেন তিনি৷
advertisement
নান্দীকার থেকে বেরিয়ে আসার পর থিয়েটার ওয়ার্কশপের হয়ে কাজ করতে শুরু করেন তিনি৷ সেখানে তিনি ‘রাজরক্ত’-এর মতো নাটকে তিনি অভিনয় করেছেন৷ ১৯৮৭ সালে ‘বেলা অবেলার গল্প’ নাটকে তাঁর অভিনয়ের জন্য তিনি পেয়েছিলেন পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাডেমি পুরস্কার৷ ‘মঞ্চে জীবন’-নামে রুশতি সেনের সম্পাদনায় তিনি একটি বই লিখেছিলেন, বলা চলে সেটিই মায়ার জীবনের একমাত্র দলিল৷