TRENDING:

জয়বাবা লোকনাথকে পিছনে ফেলে এই সপ্তাহের সেরা বকুলকথা

Last Updated:

গত একটি সপ্তাহ বাংলা টেলিভিশন ছিল বর্ণময় ৷ সেরার সেরা হওয়ার লড়াই কেউ কাউকে এক পাও জমি ছাড়তে নারাজ ৷ সামাজিক, আধ্যাত্মিক বা পৌরাণিক কাহিনি ৷ প্রতিটি ক্ষেত্রেই জনপ্রিয়তার শীর্ষে থাকা কিছু ধারাবাহিক যা বিগত এক সপ্তাহ ধরে আপনারা দেখেছেন, ভালবেসেছেন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: গত একটি সপ্তাহ বাংলা টেলিভিশন ছিল বর্ণময় ৷ সেরার সেরা হওয়ার লড়াই কেউ কাউকে এক পাও জমি ছাড়তে নারাজ ৷ সামাজিক, আধ্যাত্মিক বা পৌরাণিক কাহিনি ৷ প্রতিটি ক্ষেত্রেই জনপ্রিয়তার শীর্ষে থাকা কিছু ধারাবাহিক যা বিগত এক সপ্তাহ ধরে আপনারা দেখেছেন, ভালবেসেছেন ৷ প্রতিদিনই দর্শকদের বিনোদনকে দ্বিগুণ করতে প্রাইম টাইম দাপিয়ে বেরিয়েছে ৷
advertisement

এবার এক নজরে দেখে নেওয়া যাক টিভিআরের ভিত্তিতে গত সপ্তাহের সেরা পাঁচ ধারাবাহিক ৷ CS 15+ Female Urban বিভাগে এই সপ্তাহেও বিগত কিছু সপ্তাহের মত বাজিমাত করেছে বকুলকথা ৷ ৯.২ টিভিআর নিয়ে সাফল্য়ের শীর্ষে এই সপ্তাহেও ৷ ঠিক তারপরেই আছে জয়বাবা লোকনাথ ৮, সাত ভাই চম্পা ৭.১, সীমারেখা ৭, করুণাময়ী রাণী রাসমণী ও ফাগুন বউ যথাক্রমে ৬.৭ যুগ্ম ভাবে পঞ্চম স্থানে রয়েছে, সূত্র বার্ক ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

প্রতিদিনের হৃদয় জুড়ে থাকা বাংলা ধারাবাহিকগুলির একের পর এক চমক নতুন নতুন ঘটনা প্রবাহের সৃষ্টি করেছে ৷ চরিত্র চিত্রণ, সংলাপ, কাহিনি বিন্যাস সৃজনশীল পরিচালনা ও দক্ষতা ৷ সব মিলিয়ে মনের দুয়ার জুড়ে টেলি তারকাদের আনাগোনা জীবনে নানান রঙ সঞ্চারিত করেছে ৷ বর্ণহীন জীবনে এনেছে নানান বর্ণ ৷ ফলত জীবন হয়ে উঠেছে স্বপ্নপূরণের রূপকথা ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
জয়বাবা লোকনাথকে পিছনে ফেলে এই সপ্তাহের সেরা বকুলকথা