এই খবর পেয়ে পরিচালক বলেন, “আমি এমন একটি মর্যাদাপূর্ণ প্ল্যাটফর্মে ছবিটি দেখার জন্য মুখিয়ে আছি। আমাদের সকলের জন্য এবং বিশেষ করে কলকাতার মানুষের জন্য এটি একটি দুর্দান্ত মুহূর্ত, কারণ গল্পটি সত্যজিৎ রায়ের থেকে পাওয়া।”
আরও পড়ুন: হাড় হিম করা অ্যাকশন থ্রিলারে হৃতিক-সইফ জুটি! প্রকাশ্যে এল 'বিক্রম বেদা'র ট্রেলারের তারিখ
advertisement
কী কারণে তিনি গল্প বলিয়ে তারিণী খুড়োকে ছবির জন্য বেছে নিয়েছিলেন? তিনি জানান, “আমি গল্পটিকে যুক্তিযুক্ত পেয়েছি ছবির জন্য। রায় সাব (সত্যজিৎ রায়) গল্পের মাধ্যমে একটি সামাজিক বিবৃতি দিয়েছেন যা আমি আমার ছবিতে রাখতে চেয়েছিলাম। তাই আমি এই গল্প বেছে নিলাম।"
পরিচালক সত্যজিৎ রায়ের সমস্ত সিনেমা দেখেছেন। তারপরও পরিচালককে যদি একটা বেছে নিতে হয়, সেটা হবে চারুলতা। সিনেমায় দূর্গা পুজো একটি গুরুত্বপূর্ণ বিষয়। এক হাজার এক বাহুবিশিষ্ট দুর্গা প্রতিমা দেখানো হয়েছে এখানে, যা সবচেয়ে আকর্ষণীয়।
আরও পড়ুন: 'কষ্টের কি জাত-ধর্ম আছে!' পাশের দেশে ভয়ঙ্কর বন্যায় কেন চুপ বলিউড, প্রশ্ন পাক তারকার
অনন্ত আরও বলেছেন, “কিংবদন্তি সত্যজিৎ রায়ের জীবন ও কাজের চারপাশেটা দেখাতে পেরে খুব খুশি এবং সম্মানিত। বুদ্ধি, নাটক এবং এমনকি সাসপেন্সের সমন্বয়, ছবিটি সত্যজিৎকে নতুন প্রজন্মের কাছে নিয়ে আসার একটি প্রয়াস, যাঁরা কেবলমাত্র তাঁর সম্পর্কে একটু শুনেছে বা তাঁর সংগ্রহের প্রতি কিছু কিছু জেনেছেন।"