TRENDING:

দক্ষিণ কোরিয়ার ফিল্ম ফেস্টিভ্যালে তারিণী খুড়ো! সত্যজিৎ রায়ের জয়গান গাইল 'দ্য স্টোরিটেলার'

Last Updated:

Ray's short story : কী কারণে তিনি গল্প বলিয়ে তারিণী খুড়োকে ছবির জন্য বেছে নিয়েছিলেন?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ন্যাশনাল পুরষ্কার বিজয়ী পরিচালক অনন্ত নারায়ণ মহাদেবনের ছবি 'দ্য স্টোরিটেলার' যাবে দক্ষিণ কোরিয়ার বুসান ফিল্ম ফেস্টিভ্যালে। পরিচালক ওয়ার্ল্ড প্রিমিয়ারের জন্য একেবরেই প্রস্তুত। এটি শ্রদ্ধেয় কিম জিসোক পুরস্কারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে। ছবিতে পরেশ রাওয়াল, আদিল হুসেন, তন্নিষ্ঠা চ্যাটার্জি এবং রেবতী অভিনয় করেছেন। গল্পকার সত্যজিৎ রায়ের লেখা বাংলা ছোট গল্প 'গল্প বলিয়ে তারিণী খুড়ো'র উপর ভিত্তি করে তৈরি সিনেমাটি। ছবিটি কলকাতায় শ্যুট করা হয়েছিল। সেখানে রহস্যময় চরিত্র তারিণী খুড়ো ছিল, যাঁকে সত্যজিৎ তৈরি করেছিলেন।
advertisement

এই খবর পেয়ে পরিচালক বলেন, “আমি এমন একটি মর্যাদাপূর্ণ প্ল্যাটফর্মে ছবিটি দেখার জন্য মুখিয়ে আছি। আমাদের সকলের জন্য এবং বিশেষ করে কলকাতার মানুষের জন্য এটি একটি দুর্দান্ত মুহূর্ত, কারণ গল্পটি সত্যজিৎ রায়ের থেকে পাওয়া।”

আরও পড়ুন: হাড় হিম করা অ্যাকশন থ্রিলারে হৃতিক-সইফ জুটি! প্রকাশ্যে এল 'বিক্রম বেদা'র ট্রেলারের তারিখ

advertisement

কী কারণে তিনি গল্প বলিয়ে তারিণী খুড়োকে ছবির জন্য বেছে নিয়েছিলেন? তিনি জানান, “আমি গল্পটিকে যুক্তিযুক্ত পেয়েছি ছবির জন্য। রায় সাব (সত্যজিৎ রায়) গল্পের মাধ্যমে একটি সামাজিক বিবৃতি দিয়েছেন যা আমি আমার ছবিতে রাখতে চেয়েছিলাম। তাই আমি এই গল্প বেছে নিলাম।"

পরিচালক সত্যজিৎ রায়ের সমস্ত সিনেমা দেখেছেন। তারপরও পরিচালককে যদি একটা বেছে নিতে হয়, সেটা হবে চারুলতা। সিনেমায় দূর্গা পুজো একটি গুরুত্বপূর্ণ বিষয়। এক হাজার এক বাহুবিশিষ্ট দুর্গা প্রতিমা দেখানো হয়েছে এখানে, যা সবচেয়ে আকর্ষণীয়।

advertisement

আরও পড়ুন: 'কষ্টের কি জাত-ধর্ম আছে!' পাশের দেশে ভয়ঙ্কর বন্যায় কেন চুপ বলিউড, প্রশ্ন পাক তারকার

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অনন্ত আরও বলেছেন, “কিংবদন্তি সত্যজিৎ রায়ের জীবন ও কাজের চারপাশেটা দেখাতে পেরে খুব খুশি এবং সম্মানিত। বুদ্ধি, নাটক এবং এমনকি সাসপেন্সের সমন্বয়, ছবিটি সত্যজিৎকে নতুন প্রজন্মের কাছে নিয়ে আসার একটি প্রয়াস, যাঁরা কেবলমাত্র তাঁর সম্পর্কে একটু শুনেছে বা তাঁর সংগ্রহের প্রতি কিছু কিছু জেনেছেন।"

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
দক্ষিণ কোরিয়ার ফিল্ম ফেস্টিভ্যালে তারিণী খুড়ো! সত্যজিৎ রায়ের জয়গান গাইল 'দ্য স্টোরিটেলার'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল