এরই মধ্যে সব থেকে বড় বিষয় রামায়ণে রাবণ চরিত্রে অভিনয় করেছিলেন অরবিন্দ ত্রিবেদী তিনি ট্যুইটারে অ্যাকাউন্ট খুলেছেন তরপর থেকেই ট্রেন্ড করছে #RavanOnTwitter ৷ তবে এখনও এই বিষয়টি নিয়ে মুখ খোলেননি অরবিন্দ ত্রিবেদী ৷ যে তিনি আদৌ ট্যুইটারে অ্যাকাউন্ট খুলেছেন কি না ? এই খবর প্রকাশিত হওয়র পর থেকে ট্যুইটর অ্যাকাউন্ট থেকে একটি ট্যুইট করা হয়েছে দর্শকদের উদ্দেশ্যে লিখেছেন আপনাদের ভালবাসাই ফের তাঁকে সক্রিয় করেছে, তাই ট্যুইটারে অ্যাকাউন্ট খুললেন তিনি ৷
এটি তাঁর ট্যুইটার অ্যাকাউন্ট ৷ যে যে তাঁর ট্যুইটার #RavanOnTwitter ১৮ এপ্রিলের ট্যুইটকে রিট্যুইট করবেন তাঁকেই অরবিন্দ ত্রিবেদী ফলো করবেন বলেই জানা গিয়েছে ৷ জয় শ্রীরম, ওমঃ নম শিবায় লিখে এরপর থেকেই #RavanOnTwitter থেকে ট্যুইট করেছেন ৷ এর আগে রাম অর্থাৎ অরুণ গোভিল ট্যুইটারে এন্ট্রি নিয়েছিলেন ৷ যার সম্পর্কে অরুণ গোভিল জানিয়েছিলেন সেই অ্যাকাউন্ট টা তাঁর নয় ৷
তারপরে অবশ্য তিনি ট্যুইটারে অ্যাকাউন্ট খুলেছেন ৷ সেই অ্যাকাউন্টকে রাম চরিত্রের সঙ্গে জোড়া হয়েছে তারপর থেকেই ভাইরাল হয়েছে ৷