TRENDING:

মেয়ের কী নাম রাখতে চলেছেন শাহিদ ?

Last Updated:

দারুণ খুশি শাহিদ ৷ তাই তো মেয়ের জন্ম হতে না হতেই ট্যুইটারে শাহিদ জানিয়ে দিলেন কাপুর পরিবারে খুশি হাওয়ার কথা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: দারুণ খুশি শাহিদ ৷ তাই তো মেয়ের জন্ম হতে না হতেই ট্যুইটারে শাহিদ জানিয়ে দিলেন কাপুর পরিবারে খুশি হাওয়ার কথা ৷ আর তাই তো শ্যুটিং ছেড়ে নিয়মিত ছুটে গিয়েছিলেন মীরার কাছে নার্সিং হোমে ৷ তবে এখন নিজেরে মেয়েকে একেবারে কোলে করে বাড়ি নিয়ে এসেছেন শাহিদ কাপুর ৷ আনন্দে আত্মহারা গোটা কাপুর পরিবার ৷ অন্যদিকে খুশি শাহিদের বউ মীরাও৷
advertisement

শাহিদের বাড়িতে এখন নতুন ব্যস্ততা ৷ নথি-পুঁথি ঘেঁটে সবাই তৈরি শাহিদের মেয়ের নাম কী রাখা হবে ৷ কী নাম শাহিদের কন্যার জন্য একেবারে সঠিক ৷ আবার অন্যদিকে শাহিদের মা নীলিমা আজমি, স্পষ্টই জানিয়ে দিয়েছেন, এমন কোনও নাম রাখা হবে যেখানে শাহিদ ও মীরা দু’জনেরই ছাপ থাকে ৷

শোনা গিয়েছে, মোটামুটি একটা নাম ঠিক করেই ফেলেছেন শাহিদ ও মীরা ৷ এমনকী, নাম শিলমোহর দিয়ে ফেলেছেন মা নীলিমা আজমিও ৷ শোনা গিয়েছে, শাহিদের মেয়ের নাম মীশা ৷ মীরা-র থেকে মী নিয়ে, শাহিদের থেকে শা নিয়েই নামকরণ করা হয়েছে শাহিদ কন্যার !

advertisement

গত বছর ৭ জুলাই দিল্লির মেয়ে মিরা রাজপুতের সঙ্গে বিয়েটা সেরেই ফেলেন অভিনেতা শাহিদ কাপুর ৷ বছর ঘুরতে না ঘুতেই কাপুর বাড়িতে এল আরও একটি সুখবর ৷ কারণ বাড়িতে এসেছে নতুন অতিথি ৷ মেয়ের বাবা হলেন শাহিদ কাপুর ৷

শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫৬ মিনিটে মুম্বইয়ের খারের একটি বেসরকারি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন শাহিদের স্ত্রী মিরা। ডাক্তাররা জানিয়েছেন শিশু সুস্থই রয়েছে ৷ বাচ্চার ওজন হয়েছে ২.৮ কেজি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামবাসীদের মশাল হাতে প্রতিরোধ, 'লেজ গুটিয়ে' পালিয়েছিল ডাকাতদল! এখন চলছে সেই নিয়ম
আরও দেখুন

স্ত্রী গর্ভবতী থাকাকালীন বেশি সময়টাই তাঁর পাশেই থাকতে দেখা গিয়েছে শাহিদকে ৷ বাবা হওয়ার খবরটা নিজেই ট্যুইট করেই জানান শাহিদ ৷ কন্যা সন্তানের আগমনে স্বভাবতই এখন খুশির হাওয়া কাপুর পরিবারে ৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
মেয়ের কী নাম রাখতে চলেছেন শাহিদ ?