শাহিদের বাড়িতে এখন নতুন ব্যস্ততা ৷ নথি-পুঁথি ঘেঁটে সবাই তৈরি শাহিদের মেয়ের নাম কী রাখা হবে ৷ কী নাম শাহিদের কন্যার জন্য একেবারে সঠিক ৷ আবার অন্যদিকে শাহিদের মা নীলিমা আজমি, স্পষ্টই জানিয়ে দিয়েছেন, এমন কোনও নাম রাখা হবে যেখানে শাহিদ ও মীরা দু’জনেরই ছাপ থাকে ৷
শোনা গিয়েছে, মোটামুটি একটা নাম ঠিক করেই ফেলেছেন শাহিদ ও মীরা ৷ এমনকী, নাম শিলমোহর দিয়ে ফেলেছেন মা নীলিমা আজমিও ৷ শোনা গিয়েছে, শাহিদের মেয়ের নাম মীশা ৷ মীরা-র থেকে মী নিয়ে, শাহিদের থেকে শা নিয়েই নামকরণ করা হয়েছে শাহিদ কন্যার !
advertisement
গত বছর ৭ জুলাই দিল্লির মেয়ে মিরা রাজপুতের সঙ্গে বিয়েটা সেরেই ফেলেন অভিনেতা শাহিদ কাপুর ৷ বছর ঘুরতে না ঘুতেই কাপুর বাড়িতে এল আরও একটি সুখবর ৷ কারণ বাড়িতে এসেছে নতুন অতিথি ৷ মেয়ের বাবা হলেন শাহিদ কাপুর ৷
শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫৬ মিনিটে মুম্বইয়ের খারের একটি বেসরকারি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন শাহিদের স্ত্রী মিরা। ডাক্তাররা জানিয়েছেন শিশু সুস্থই রয়েছে ৷ বাচ্চার ওজন হয়েছে ২.৮ কেজি।
স্ত্রী গর্ভবতী থাকাকালীন বেশি সময়টাই তাঁর পাশেই থাকতে দেখা গিয়েছে শাহিদকে ৷ বাবা হওয়ার খবরটা নিজেই ট্যুইট করেই জানান শাহিদ ৷ কন্যা সন্তানের আগমনে স্বভাবতই এখন খুশির হাওয়া কাপুর পরিবারে ৷