তিনি রানাঘাট রেল স্টেশনে লতা মঙ্গেশকরের একটি জনপ্রিয় হিন্দি গান গেয়ে সবার নজর কেড়েছিলেন, তারপরেই তিনি সুযোগ পেয়েছিলেন বলিউডে গান গাওয়ার ৷ তারপরে বাকিটা সবাই জানেন ৷ সম্প্রতি সেই তালিকায় আরও এক সংযোজন ৷ এমনই ব্যক্তির সন্ধান পাওয়া গিয়েছে যিনি সুপারহিট ছবি বাহুবলির গান গেয়েছেন, এতটাই সুরেলা গলায় যে তাঁর গান শুনে সবাই অবাক হয়ে গিয়েছেন ৷
advertisement
মুহূর্তেই সেই গানের ভিডিও ভাইরাল হয়েছে লাইক, কমেন্ট ও শেয়ারের বন্যা বয়ে গিয়েছে ৷ কিছুদিন আগেই এক ব্যক্তির একটি গানের ভিডিও হেমু গমেতী ভীল নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে গানটি শেয়ার করেছেন গানের ভিডিওতে লক্ষ্য করা গিয়েছে এক ব্যক্তি বসে আছেন তাঁর পাশে বেশ কয়েকজনের ভিড় ৷ তাঁরা গানের অনুরোধ জানাচ্ছেন ৷ অনুরোধ অনুসারে সেই ব্যক্তি গান গাইছেন ৷ পরে দুরন্ত গতিতেই সেই গান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷