এবার মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত ছবি 'বচ্চন পান্ডে' (Bachchan Pande)। কিন্তু এখনও বক্স অফিসে দাপট 'দ্য কাশ্মীর ফাইলস' এর। তাই প্রশ্ন উঠছে, এই ছবিও কি বক্স অফিসে কাশ্মীর ফাইলসের জন্য যথোপযোগী ব্যবসা করতে পারবে না? গত ১১ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে 'দ্য কাশ্মীর ফাইলস'(The Kashmir Files)। এক সপ্তাহ পরে বক্স অফিসে এর সংগ্রহ ১০০ কোটির কাছাকাছি। মুক্তির ছ দিনের মধ্যে এই ছবির বক্স অফিস সংগ্রহ ৮০ কোটি টাকা।
advertisement
১৯৯০ সালে কাশ্মীর উপত্যকা থেকে কাশ্মীরি পণ্ডিতদের বিতাড়িত করার ঘটনা নিয়ে এই ছবি তৈরি। ৬৩০ টি সিনেমা স্ক্রিনে এই ছবি মুক্তি পেয়েছিল। তবে ছবির এমন বক্স অফিস সাফল্য দেখে দেশের আরও বহু প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। এবার অক্ষয়ের বচ্চন পান্ডে-কেও কি এই ছবি টেক্কা দেবে? আজ ১৮ মার্চ এই ছবিটি মুক্তি পাচ্ছে। কিন্তু এখনও দ্য কাশ্মীর ফাইলস-এর (The Kashmir Files) রমরমা কমেনি। আর তাই বচ্চন পান্ডে ছবির টিম এই নিয়ে বেশ চিন্তায়।
আরও পড়ুন- গান খারাপ লাগলেও মিথ্যে প্রশংসা করতে হয়! রিয়্যালিটি শো নিয়ে বিস্ফোরক সোনু নিগম
এমনকি কাশ্মীর ফাইলস এর জন্য় বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারছে না বচ্চন পান্ডে (Bachchan Pande)। দেশের সিঙ্গল স্ক্রিন হলগুলির মালিকরা এখনও দ্য কাশ্মীর ফাইলস ছবিটিই চালাতে চাইছে। আর তাই সেখানে মুক্তি পাচ্ছে না বচ্চন পান্ডে।
প্রসঙ্গত, দ্য কাশ্মীর ফাইলস-এ অভিনয় করেছেন অনুপম খের, পল্লবী যোশী, মিঠুন চক্রবর্তী। অন্যদিকে বচ্চন পান্ডে-তে অভিনয় করেছেন অক্ষয় কুমার, কৃতী স্যানন, জ্যাকলিন ফার্নান্ডেজ, আরশাদ ওয়ারসি।