একটি ছবিতে জাহ্নবীকে পিছন থেকে আলিঙ্গন করে তাঁর কানে কামড় বসাতে দেখা গিয়েছে বরুণকে। তারপরেই শুরু হয়েছে আক্রমণ। কেউ বলেছেন অশালীন। কেউ বলেছেন বিয়ের পরে এমনটা করা মানায় না। কেউ বলেছেন বেনজির।
তবে এই ছবির জন্য় বরুণ মেহনতও কম করেননি। শ্যুটিংয়ের প্রথম এক মাস জাহ্নবীর সঙ্গে কথাই বলেননি বরুণ। বরুণ বলেন,‘‘প্রথম এক মাস আমি ইচ্ছে করেই ওর সঙ্গে কথা বলিনি। সেটে বাকি সবার সঙ্গেই বলেছি, শুধু জাহ্নবী ছাড়া। কারণ আমার মনে হয়েছিল এটা আমাদের পর্দায় ওই ধরনের দৃশ্যগুলো ফুটিয়ে তুলতে সাহায্য করবে।’’ কথা না বলার এই সিদ্ধান্তে ছবির ডিরেক্টর নীতেশ তিওয়ারি পাশে ছিলেন। এই ছবিতে একেবারে অন্যরূপে দেখা যাবে বরুণ ধাওয়ানকে।
advertisement
আরও পড়ুন: বঙ্গোপসাগরে নিম্নচাপ! উত্তর থেকে দক্ষিণ, তুমুল বৃষ্টির পূর্বাভাস… মাঠে মারা যাবে ‘উইকেন্ড’?
মাস কয়েক আগেই মার্কিন সুপার মডেল জিজি হাদিদকে কোলে তুলে চুমু খেয়ে বিতর্কে জড়িয়েছিলেন বরুণ। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়তেও সমালোচনার শিকার হয়েছিলেন বরুণ।
এই ঘটনার পর বরুণ ট্যুইটারে নেটিজেনদের তোপ দেগে জানান, গোটা ঘটনাটিই ছিল পরিকল্পনামাফিক। অন্যদিকে জিজি ইনস্টাগ্রামে সেই ভিডিওর স্টোরি দিয়েছি লিখেছিলেন, ‘বরুণ আমার বলিউডের স্বপ্ন সত্যি করল।’ সেই স্টোরিটি বরুণও শেয়ার করেছিলেন।