২৭ ডিসেম্বর নিজের ৫৪ তম জন্মদিনে সব থেকে বড় উপহার পেয়েছেন ৷ তাঁর ভাগ্নি আয়তেন জন্ম হয়েছে ৷ সেই প্রিয় ভাগ্নির প্রথম ছবি শেয়ার করেছেন ৷ সলমনের বোন অর্পিতা খান শর্মা ও আয়ূস শর্মা দ্বিতীয়বার বাবা-মা হয়েছেন ৷ বাবা আয়ূস শর্মা তাঁর মেয়ের প্রথম ছবিটি সোশ্যাল মিডিয়ায় প্রথমবার শেয়ার করেছেন ৷
advertisement
সলমনের ভাগ্নার নাম আহিল ৷ সলমন খান তাঁর জন্মদিনে ভাগ্নেকে নিয়ে কেক কেটেছেন ৷ মামার জন্মদিনে ভাগ্নি পৃথিবীতে এসেছিল ৷ বিগত কয়েকদিন ধরেই সলমনের ভাগ্নির জন্মের খবরে চারদিক উত্তাল হয়েছে ৷ সেই ভাগ্নির প্রতম ছবিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷
Location :
First Published :
December 30, 2019 3:23 PM IST