আরও পড়ুন: মা চেয়েছিল সিরিয়ালের কাজ হারাই, প্রেমিক ডিভোর্সি বলে এত কথা শুনব কেন? অকপট ‘অনুরাগের ছোঁয়া’র মিশকা
অসুস্থ বোধ করার সঙ্গে সঙ্গে তাঁকে গান্ধি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শত চেষ্টা করেও বাঁচানো যায়নি নৃত্যশিল্পীকে। তিনি ডায়েবেটিসের রোগী ছিলেন। একাধিক অঙ্গ বিকল হয়ে গিয়ে প্রয়াত হন তিনি। হাসপাতালের সুপারিন্টেন্ডেন্ট রাজা রাও জানান, চিকিৎসকেরা অনেক চেষ্টা করেছেন কিন্তু ক্রমাগত তাঁর স্বাস্থ্যের অবনতি হতে থাকে। শেষমেশ আর বাঁচানো যায়নি রাকেশকে।
advertisement
আরও পড়ুন: এত বছর একসঙ্গে কাজ করার এই প্রতিদান! ৮০ লক্ষ টাকার জন্য রশ্মিকাকে ঠকালেন সহকারী
তেলুগু চলচ্চিত্র ইন্ডাস্ট্রি এখনও রাকেশের মৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারেনি। অনেকেই মেনে নিতে পারছেন না যে রাকেশ আর নেই। আচমকা কাজ করতে করতেই চলে গেলেন নৃত্যশিল্পী। তাঁর কেরিয়ার জুড়ে প্রায় ১৫০০টি ছবিতে নাচের কোরিয়োগ্রাফি করেছেন রাকেশ।
কেবল নাচের জন্ম দিয়েছেন তা-ই নয়, জন্ম দিয়েছেন একাধিক প্রখ্যাত কোরিয়োগ্রাফারের। যাঁরা রাকেশ মাস্টারের ছত্রছায়ায় থেকে নৃত্যকলা সম্পর্কে জ্ঞান অর্জন করেছেন। তেলুগু ইন্ডাস্ট্রিতে নিজেকে কোরিয়োগ্রাফার হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। তাঁদের সেই শিক্ষক আজ আর নেই। শোকপ্রকাশ করেছেন একাধিক চলচ্চিত্র তারকা।