বলিউডের এই লিস্ট কিন্তু বেশ পুরনো, অতীতের অভিনেত্রী মুমতাজ (Mumtaj) থেকে শুরু করে মণীষা কৈরালা (Manisha Koirala), সোনালি বেন্দ্রে (Sonali Benre), সঞ্জয় দত্ত (Sanjay Dutt), কামাল রশিদ খান (Kamaal R. Khan), রাকেশ রোশন (Rakesh Roshan) তালিকা শেষ হওয়ার নয়। তবে আনন্দের বিষয় এঁরা প্রত্যেকেই এই মারণ রোগকে জয় করে এখন সুস্থ জীবনযাপন করছেন। এবারে ব্রেস্ট ক্যানসারের ভয়ানক রোগের সঙ্গে লড়াই করা আরও এক অভিনেত্রীর খবর এসেছে।
advertisement
আরও পড়ুন-Viral Video: ঘুড়ি ওড়াতে গিয়ে উড়ে গেলেন ব্যক্তি নিজেই! ভিডিও নিমেষে ভাইরাল
দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির সুপরিচিত অভিনেত্রী হমসা নন্দিনী তাঁর সোশ্যাল অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করে এই খবর দিয়েছেন। এই খবর পেয়ে হতবাক হলেও তিনি কিন্তু দুর্বল হননি, বরং বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়েছেন।
হমসা Instagram-এ একটি পোস্টে লিখেছেন, ‘‘জীবন আমাকে যা দিয়েছে সেটা নিয়ে আমি ভাবছি না, যতই কঠিনই মনে হোক না কেন, আমি হারতে রাজি নই। আমি সাহস এবং বিশ্বাসের সঙ্গে এগিয়ে যাব।’’
হমসার কথায় এদিন জানা যায়, ক্যানসারে তিনি তাঁর মাকেও হারিয়েছেন। ‘‘মাত্র ৮ মাস আগে একদিন সকালে বুকে একটা পিণ্ডমতো অনুভব করলাম। সেই সময় আমার সামনে পুরনো দৃশ্যপট যেন ফিল্মের রিলের মতো ঘুরছিল.. শেষমেশ গ্রেড III ইনভেসিভ কার্সিনোমা করায় ব্রেস্ট ক্যানসার ধরা পড়ে। প্রথমে আমাকে BRCA নামক একটি পরীক্ষা করতে বলা হয়েছিল কারণ আমার বংশগত ক্যানসার হওয়ার সম্ভাবনা রয়েছে। আমার মা-ও ক্যানসারের সঙ্গে দীর্ঘদিন লড়াই করেছিলেন।’’
আরও পড়ুন-বড়দিনে এ কেমন কেক! সান্তা ক্লজের হাল দেখে চোখ কপালে উঠেছে দুনিয়ার
ক্যানসার সম্পর্কে অন্যদের সচেতন করা
অভিনেত্রী বলেছেন, ‘‘আমি মানুষকে এই রোগটি সময়মতো সনাক্ত করতে, বুঝতে এবং ঐক্যবদ্ধভাবে এর মোকাবিলা করতে উৎসাহিত করতে চাই। আমি এমন একটি পরিবার তৈরি করতে চাই যেখানে এই ধরনের বিষয় সম্পর্কে সঠিক তথ্য প্রদান করা যেতে পারে এবং যেখানে মানুষ আলাপ-আলোচনার মধ্যে তাঁদের ভয় কাটিয়ে উঠতে পারবেন। বিশেষ করে সেই সব নারীদের বিষয়ে আমি কাজ করতে চাই যাঁরা নিজেদের নিয়ে সচেতন নন। আমি বুঝতে পারছি এই রোগ কতটা প্রাণঘাতী এবং আমার আগে আরও অনেক মহিলাই এই রোগে প্রাণ দিয়েছেন।’’