অভিনেত্রী হলেও খুব সাধারণ জীবনযাপন রূপালীর৷ বিমানবন্দরেও তাঁকে দেখা গিয়ে সাদা স্যুট পরে৷ যে ভিডিওটি সামনে এসেছে তাতে দেখা গিয়েছে যে তিনি নিচু হয়ে স্বামীর পা ছুঁয়ে প্রণাম করছেন। এভাবে সকলের সামনে প্রণাম করাতে স্বামী অশ্বিন কে বর্মাও বেশ অস্বস্তিতে পড়েন৷ এরপর তিনি তাঁকে জড়িয়ে ধরেন। মিডিয়ার সামনেও হাসিমুখে পোজ দেন অভিনেত্রী। এই ভিডিওটি বেশ ভাইরাল। এই ভিডিওটি সামনে আসতেই ভক্তরা অবাক হয়েছেন এবং কেন তিনি তাঁর স্বামীর পা ছুঁয়ে প্রণাম করলেন তা ভক্তরা বুঝতে পারছেন না। অনেকে যেমন তাঁকে পতিব্রতা স্ত্রী বলছেন, অনেকে আবার তাঁর সমালোচনাও করছেন।
advertisement
ভিডিওটি দেখার পর এক ভক্ত বলেছেন যে স্বামী নয়, বাবা-মায়ের পা ছুঁয়ে প্রণাম করা উচিৎ৷ অনেকেই বলছেন যে এতটা অগ্রগতির পরও কেন নারীরা স্বামীর পা ছুঁয়ে প্রণাম করবেন? এতে সমাজের চিন্তা ভাবনা আরও পিছিয়ে পড়েছে৷ যদিও অনেকে আবার রূপালীর নিজস্ব ভাবনাচিন্তা বলে কোনও মন্তব্য করতে চায়নি৷
রূপালী ‘অনুপমা’ ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করছেন। বাংলা সিরিজ ‘শ্রীময়ী’ অবলম্বনে তৈরি হিন্দিতে তৈরি হয়েছে অনুপমা। এতে অভিনয় করেছেন সুধাংশু পান্ডে, মাদালসা শর্মা এবং গৌরব খান্না। ‘সারাভাই ভার্সেস সারাভাই’ ছবিতেও মনিষা সারাভাই চরিত্রের অভিনয়ের জন্য তিনি প্রসংশিত৷ বলিউডের অনেক ছবিতেও কাজ করেছেন এই অভিনেত্রী। বিখ্যাত প্রযোজক অনিল গঙ্গোপাধ্যায়ের মেয়ে। অনিলবাবুর হাত ধরেই মিঠুন চক্রবর্তীর বলিউডের যাত্রা শুরু হয়৷