TRENDING:

Actress Touches Husband Feet: স্বামীর পা ছুঁয়ে প্রণাম নামি সিরিয়াল অভিনেত্রীর, ভিডিও দেখে নেটদুনিয়ায় শোরগোল

Last Updated:

ভিডিওটি দেখার পর এক ভক্ত বলেছেন যে স্বামী নয়, বাবা-মায়ের পা ছুঁয়ে প্রণাম করা উচিৎ৷ অনেকেই বলছেন যে এতটা অগ্রগতির পরও কেন নারীরা স্বামীর পা ছুঁয়ে প্রণাম করবেন? এতে সমাজের চিন্তা ভাবনা আরও পিছিয়ে পড়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: রূপালী গঙ্গোপাধ্যায়, বিখ্যাত টেলিভিশন অভিনেত্রী৷ অনুপমা ধারাবাহিকে তিনিই প্রধান চরিত্রে৷ ফলে এখন তিনি খ্যাতির শীর্ষে৷ অনুপমা খুবই জনপ্রিয় ধারাবাহিক৷ অন্যান্য অভিনেত্রীদের থেকে তাঁর স্টাইল একেবারেই আলাদা। রূপালী সোশ্যাল মিডিয়াতে খুব সক্রিয়৷ সম্প্রতি বিমানবন্দরে দেখা গিয়েছে অভিনেত্রীকে। সেখানে তাঁর স্বামী ও ছেলেকেও দেখা গিয়েছে। দু’জনেই এসেছিল অভিনেত্রীকে বিমানবন্দরে বিদায় জানাতে। এই সময়ে অভিনেত্রীর কর্মকাণ্ড সবার নজর কেড়েছিল। যা নিয়ে নেটদুনিয়ায় চলে বিস্তর আলোচনা৷
advertisement

অভিনেত্রী হলেও খুব সাধারণ জীবনযাপন রূপালীর৷ বিমানবন্দরেও তাঁকে দেখা গিয়ে সাদা স্যুট পরে৷ যে ভিডিওটি সামনে এসেছে তাতে দেখা গিয়েছে যে তিনি নিচু হয়ে স্বামীর পা ছুঁয়ে প্রণাম করছেন। এভাবে সকলের সামনে প্রণাম করাতে স্বামী অশ্বিন কে বর্মাও বেশ অস্বস্তিতে পড়েন৷ এরপর তিনি তাঁকে জড়িয়ে ধরেন। মিডিয়ার সামনেও হাসিমুখে পোজ দেন অভিনেত্রী। এই ভিডিওটি বেশ ভাইরাল। এই ভিডিওটি সামনে আসতেই ভক্তরা অবাক হয়েছেন এবং কেন তিনি তাঁর স্বামীর পা ছুঁয়ে প্রণাম করলেন তা ভক্তরা বুঝতে পারছেন না। অনেকে যেমন তাঁকে পতিব্রতা স্ত্রী বলছেন, অনেকে আবার তাঁর সমালোচনাও করছেন।

advertisement

আরও পড়ুনDev’s First Film Actress in Politics: দেবের প্রথম ছবির নায়িকা এবার রাজনীতিতে! দু’জনেই লড়বেন ভোটের ময়দানে

ভিডিওটি দেখার পর এক ভক্ত বলেছেন যে স্বামী নয়, বাবা-মায়ের পা ছুঁয়ে প্রণাম করা উচিৎ৷ অনেকেই বলছেন যে এতটা অগ্রগতির পরও কেন নারীরা স্বামীর পা ছুঁয়ে প্রণাম করবেন? এতে সমাজের চিন্তা ভাবনা আরও পিছিয়ে পড়েছে৷ যদিও অনেকে আবার রূপালীর নিজস্ব ভাবনাচিন্তা বলে কোনও মন্তব্য করতে চায়নি৷

advertisement

রূপালী ‘অনুপমা’ ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করছেন। বাংলা সিরিজ ‘শ্রীময়ী’ অবলম্বনে তৈরি হিন্দিতে তৈরি হয়েছে অনুপমা। এতে অভিনয় করেছেন সুধাংশু পান্ডে, মাদালসা শর্মা এবং গৌরব খান্না। ‘সারাভাই ভার্সেস সারাভাই’ ছবিতেও মনিষা সারাভাই চরিত্রের অভিনয়ের জন্য তিনি প্রসংশিত৷ বলিউডের অনেক ছবিতেও কাজ করেছেন এই অভিনেত্রী। বিখ্যাত প্রযোজক অনিল গঙ্গোপাধ্যায়ের মেয়ে। অনিলবাবুর হাত ধরেই মিঠুন চক্রবর্তীর বলিউডের যাত্রা শুরু হয়৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Actress Touches Husband Feet: স্বামীর পা ছুঁয়ে প্রণাম নামি সিরিয়াল অভিনেত্রীর, ভিডিও দেখে নেটদুনিয়ায় শোরগোল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল