Dev's First Film Actress in Politics: দেবের প্রথম ছবির নায়িকা এবার রাজনীতিতে! দু’জনেই লড়বেন ভোটের ময়দানে

Last Updated:
TMC Candidate List: এবার সেই নায়িকাকে রাজনীতির পাঠ দিতেই পারেন দেব৷ কারণ এবারই প্রথম রাজনীতিতে পা দিলেন অভিনেত্রী, তবে দেব তাঁর থেকে ভোটের ময়দানে অনেকটা সিনিয়ার!
1/12
এবারও তৃণমূলের প্রার্থী তালিকায় রয়েছেন দেব৷ ঘাটাল থেকেই তিনি লড়বেন লোকসভা নির্বাচনে৷ যদিও দেব এবার রাজনীতি থেকে বিদায় নিতে চেয়েছিলেন৷ দেব ইঙ্গিত দিয়েছিলেন, নির্বাচনে লড়াই করতে আর আগ্রহী নন তিনি৷ তবে দলের সঙ্গে আলোচনায় তাঁকে দলে ফেরানো হয়৷
এবারও তৃণমূলের প্রার্থী তালিকায় রয়েছেন দেব৷ ঘাটাল থেকেই তিনি লড়বেন লোকসভা নির্বাচনে৷ যদিও দেব এবার রাজনীতি থেকে বিদায় নিতে চেয়েছিলেন৷ দেব ইঙ্গিত দিয়েছিলেন, নির্বাচনে লড়াই করতে আর আগ্রহী নন তিনি৷ তবে দলের সঙ্গে আলোচনায় তাঁকে দলে ফেরানো হয়৷
advertisement
2/12
‘আমি রাজনীতি ছাড়লেও রাজনীতি আমাকে ছাড়বে না’, এমনই মন্তব্য করেছিলেন অভিনেতা৷ প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার পর দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকেই প্রায় স্থির হয়ে গিয়েছিল যে এবারও প্রার্থী হচ্ছেন অভিনেতা দেব৷ সেই মতো ব্রিগেড থেকে প্রার্থী তালিকায় ঘোষণা করা হয় তাঁর নাম৷
‘আমি রাজনীতি ছাড়লেও রাজনীতি আমাকে ছাড়বে না’, এমনই মন্তব্য করেছিলেন অভিনেতা৷ প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার পর দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকেই প্রায় স্থির হয়ে গিয়েছিল যে এবারও প্রার্থী হচ্ছেন অভিনেতা দেব৷ সেই মতো ব্রিগেড থেকে প্রার্থী তালিকায় ঘোষণা করা হয় তাঁর নাম৷
advertisement
3/12
তবে চমক অন্য জায়গায়৷ এবার দেবের প্রথম ছবির নায়িকাও লড়ছেন ভোটে৷
তবে চমক অন্য জায়গায়৷ এবার দেবের প্রথম ছবির নায়িকাও লড়ছেন ভোটে৷
advertisement
4/12
দেবের প্রথম ছবি ‘অগ্নিশপথ’৷ সেই ছবির নায়িকা ছিলেন দেবের থেকে অনেকটা বড়৷ এবং সেই সময় নায়িকা ছিলেন প্রতিষ্ঠিত, তবে দেব ছিলেন একেবারে আনকোড়া৷ যদিও নায়িকার থেকে অনেক সাহায্য পেয়েছিলেন বলে জানান টলি সুপারস্টার৷
দেবের প্রথম ছবি ‘অগ্নিশপথ’৷ সেই ছবির নায়িকা ছিলেন দেবের থেকে অনেকটা বড়৷ এবং সেই সময় নায়িকা ছিলেন প্রতিষ্ঠিত, তবে দেব ছিলেন একেবারে আনকোড়া৷ যদিও নায়িকার থেকে অনেক সাহায্য পেয়েছিলেন বলে জানান টলি সুপারস্টার৷
advertisement
5/12
এবার সেই নায়িকাকে রাজনীতির পাঠ দিতেই পারেন দেব৷ কারণ এবারই প্রথম রাজনীতিতে রচনা, তবে দেব তাঁর থেকে ভোটের ময়দানে সিনিয়ার!
এবার সেই নায়িকাকে রাজনীতির পাঠ দিতেই পারেন দেব৷ কারণ এবারই প্রথম রাজনীতিতে রচনা, তবে দেব তাঁর থেকে ভোটের ময়দানে সিনিয়ার!
advertisement
6/12
ভোটের ময়দানে রচনা বন্দ্যোপাধ্যায়৷ এবার তৃণমূলের প্রার্থী তিনি৷ হুগলি লোকসভা কেন্দ্রের পার্থী বাংলার দিদি নম্বর ১৷
ভোটের ময়দানে রচনা বন্দ্যোপাধ্যায়৷ এবার তৃণমূলের প্রার্থী তিনি৷ হুগলি লোকসভা কেন্দ্রের পার্থী বাংলার দিদি নম্বর ১৷
advertisement
7/12
স্বাভাবিকভাবেই অভিনেত্রীর কেরিয়ারে নতুন মোড়৷ কেরিয়ার শুরু হয়েছিল মডেলিং থেকে৷ তারপর শুরু হয় তাঁর অভিনয় জীবন৷ পরিচালক সুখেন দাস তাঁকে টলিউডে নিয়ে আসেন৷ ঝুমঝুম বন্দ্যোপাধ্যায় থেকে নাম পাল্টে হয়ে যান রচনা বন্দ্যোপাধ্যায়৷
স্বাভাবিকভাবেই অভিনেত্রীর কেরিয়ারে নতুন মোড়৷ কেরিয়ার শুরু হয়েছিল মডেলিং থেকে৷ তারপর শুরু হয় তাঁর অভিনয় জীবন৷ পরিচালক সুখেন দাস তাঁকে টলিউডে নিয়ে আসেন৷ ঝুমঝুম বন্দ্যোপাধ্যায় থেকে নাম পাল্টে হয়ে যান রচনা বন্দ্যোপাধ্যায়৷
advertisement
8/12
কেরিয়ার শুরু হয়েছিল মডেলিং থেকে৷ মিস ইন্ডিয়ার দৌড়ে ছিলেন তিনি৷ সেখান থেকেই পরিচালক সুখেন দাস তাঁকে টলিউডে নিয়ে আসেন৷ ঝুমঝুম বন্দ্যোপাধ্যায় থেকে নাম পাল্টে হয়ে যায় রচনা বন্দ্যোপাধ্যায়৷
কেরিয়ার শুরু হয়েছিল মডেলিং থেকে৷ মিস ইন্ডিয়ার দৌড়ে ছিলেন তিনি৷ সেখান থেকেই পরিচালক সুখেন দাস তাঁকে টলিউডে নিয়ে আসেন৷ ঝুমঝুম বন্দ্যোপাধ্যায় থেকে নাম পাল্টে হয়ে যায় রচনা বন্দ্যোপাধ্যায়৷
advertisement
9/12
টলিউডে তিনি একাধিক ছবিতে কাজ করেছেন৷ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির খুবই পরিচিত নায়িকা রচনা৷ বাংলা ছবির পাশাপাশি তিনি কাজ করেছেন ওড়িয়া, হিন্দি, তেলুগু, কন্নড় ছবিতে৷ বিগ বি অমিতাভ বচ্চনের সঙ্গেও ছবিতে অভিনয় করেছেন রচনা বন্দ্যোপাধ্যায়৷
টলিউডে তিনি একাধিক ছবিতে কাজ করেছেন৷ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির খুবই পরিচিত নায়িকা রচনা৷ বাংলা ছবির পাশাপাশি তিনি কাজ করেছেন ওড়িয়া, হিন্দি, তেলুগু, কন্নড় ছবিতে৷ বিগ বি অমিতাভ বচ্চনের সঙ্গেও ছবিতে অভিনয় করেছেন রচনা বন্দ্যোপাধ্যায়৷
advertisement
10/12
এরপর তাঁর কেরিয়ারে শুরু হয় নতুন অধ্যায়৷ তিনি টেলিভিশনের রিয়ালিটি শো অ্যাঙ্কার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন৷ রাতারাতি পেয়ে যান দিদি নম্বর ১-এর তকমা৷
এরপর তাঁর কেরিয়ারে শুরু হয় নতুন অধ্যায়৷ তিনি টেলিভিশনের রিয়ালিটি শো অ্যাঙ্কার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন৷ রাতারাতি পেয়ে যান দিদি নম্বর ১-এর তকমা৷
advertisement
11/12
মারাত্মক সুপারহিট এই শো৷ দিদি নম্বর ১-র সঙ্গে ওতোপ্রোতভাবে জুড়ে গিয়েছেন অভিনেত্রীর নাম৷ টানা ১৪ বছর চলছে এই শো যার টিআরপি সবসময় উর্দ্ধগামী৷ শোয়ের ভাবনা চিন্তা তো বটেই, সঙ্গে সঞ্চালক রচনা অন্যতম ইউএসপি!
মারাত্মক সুপারহিট এই শো৷ দিদি নম্বর ১-র সঙ্গে ওতোপ্রোতভাবে জুড়ে গিয়েছেন অভিনেত্রীর নাম৷ টানা ১৪ বছর চলছে এই শো যার টিআরপি সবসময় উর্দ্ধগামী৷ শোয়ের ভাবনা চিন্তা তো বটেই, সঙ্গে সঞ্চালক রচনা অন্যতম ইউএসপি!
advertisement
12/12
এবার আবার অভিনেত্রীর কেরিয়ারে টার্নিং পয়েন্ট৷ রাজনীতির ময়দানে পা রাখছেন রচনা৷ হুগলি থেকে তৃণমূলের প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়াচ্ছেন রচনা বন্দ্যোপাধ্যায়।
এবার আবার অভিনেত্রীর কেরিয়ারে টার্নিং পয়েন্ট৷ রাজনীতির ময়দানে পা রাখছেন রচনা৷ হুগলি থেকে তৃণমূলের প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়াচ্ছেন রচনা বন্দ্যোপাধ্যায়।
advertisement
advertisement
advertisement