সম্প্রতি লঞ্চ হওয়া এর টিজার বলছে সূর্য আর শাওন নামে দুই বন্ধুর কথা। এলিজিবল ব্যাচেলর সূর্যর এখনও পর্যন্ত ভেঙেছে ৬৭টা বিয়ের সম্বন্ধ! ওরই প্রাণের বন্ধু শাওনের উৎপাতে। শাওন বন্ধু হারানোর ভয়ে সূর্যকে বিয়ে করতে দেবে না, নিজেও বিয়ের পিঁড়িতে বসবে না ঠিক করেছে।
এই অবস্থার মধ্যে শিলিগুড়িতে হাজির হয় হিয়া। কর্নেল সেনগুপ্ত মেয়েকে কলকাতা থেকে নিয়ে আসেন নিজের শহরে। মেয়ের বিয়ের জন্য পাত্র খুঁজতে থাকেন। হিয়া আর সূর্যর দেখা হয়, দেখা হয় হিয়া আর শাওনেরও। শাওনের সব শর্তে রাজিও হয়ে যায় হিয়া। আর শাওন একটু একটু করে হিয়ার প্রেমে পড়ে যায়।
advertisement
সূর্যর কি তাহলে এবারও বিয়ে হবে না? না কি বন্ধুত্ব ভাঙবে?
বাঙালির পর্দা থেকে যে ছিমছাম পারিবারিক কাহিনি প্রায় উধাও হতে বসেছে, তারই নতুন মোড় নিয়ে হাজির হচ্ছে Wরং মিলান্তি। পরিচালক নিজে উত্তরবঙ্গের ছেলে, গল্পকেও তিনি সাজিয়েছেন সেখানকারই পরিবেশে, সেখানকার পাত্র-পাত্রীদের মতো করে। ফলে, তা একটা অন্য স্বাদ পরিবেশন করতে চলেছে।
ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সন্দীপ ভট্টাচার্য, সবুজ বর্ধন, দুর্বার শর্মা, পিয়া দেবনাথ, দিশা ভট্টাচার্য, উজ্জয়িনী দেব প্রমুখ। ব্যোমকেশ সিরিজের পিঁজরাপোলে আমরা সম্প্রতি দুর্বারকে দেখেছি নেতিবাচক ভূমিকায়। অন্য দিকে, সবুজ নজর কেড়েছেন হোমস্টে মার্ডারের এক গুরুত্বপূর্ণ চরিত্রে।
পরিচালক শুভাঞ্জন বসুর কথায়, ‘‘উত্তরবঙ্গের চালসায় আমার জন্ম আর বেড়ে ওঠা। তাই প্রথম থেকেই ইচ্ছে ছিল বাইরের চোখে উত্তরবঙ্গ নয়, একদম আমাদের গল্প বলার। তাই আমি প্রথম সিরিজে বেছে নিয়েছি শিলিগুড়ি, কার্শিয়াং আর জলপাইগুড়ির কয়েকজন বাসিন্দার গল্প। আর বেশ কিছু কাজ করার পর মনে হয়েছিল আমাদের বাঙালির সেই হারিয়ে যাওয়া সিনেমার গল্প- যেই গল্পে হাসি, মজা, আনন্দ ভরপুর ছিল। যেমন ‘গল্প হলেও সত্যি’ বা ‘মৌচাক’ বা ‘বসন্ত বিলাপ’ এবং আরও অনেক।
নিখাদ তরুণ মজুমদার, তপন সিনহার সিনেমা যা এখনও আমরা মিস করি- সেই আমেজের গল্প যদি ফিরিয়ে আনা যায়। সেই মিস করা থেকেই এই গল্পটা লেখা। যেই গল্পটা সপরিবারে একসঙ্গে বসে জমিয়ে দেখার মতো একটা সিনেমা। ভালো খারাপ সবই তো দর্শকের হাতে। কিন্তু আমি আমার গল্পটা পরিবারের সবাইকে শুনিয়ে বেশ মজা দিয়েছিলাম। আর তারপরই অদ্ভুত ভাবে গল্পটা ভাল লেগেছিল ক্লিকের কর্ণধারদের। সেখান থেকেই একদম নতুন লেখক পরিচালককে সুযোগ দেওয়া। আর তারপর একের পর এক প্রশ্রয় দিয়ে উত্তরবঙ্গের এক সিনেমাপ্রেমীকে স্বপ্ন পূরণ এর সুযোগ করে দেওয়া। জয়দীপ বন্দ্যোপাধ্যায় অনেকটা গাইড করেছে আমাদের ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে ।’’
অপরাধের রহস্য থেকে হৃদয়ের এই রহস্যভেদে কী করবে সূর্য আর শাওন? উত্তর আসছে KLIKK OTT-র পর্দায়।