এর আগে নিজের ব্যক্তিগত সম্পর্ককে সব সময়েই প্রচারের আড়ালে রাখতে চেয়েছেন অভিনেতা। তবে সোমবার অনুরাগীদের সুখবর জানালেন। সোশ্যাল মিডিয়ায় স্বামীর বুকে মাথা রেখে কনের সাজে সেজে দারুণ একটি ছবি শেয়ার করেছেন তাসনিয়া। ফেসবুকের পোস্টে জানিয়েছেন, বিয়ে করেছেন তিনি।
আরও পড়ুন: ছেলেদের এই পোশাকের নাম কেন স্যান্ডো-গেঞ্জি জানেন? উত্তর কিন্তু চমকে দেবে!
তাসনিয়া পোস্টে লিখেছেন, ‘সাড়ে আট বছরের ভালবাসা অবশেষে ১১ অগাস্ট পরিণতি পেল। সময়ের সঙ্গে আমাদের জীবন বদলালেও সমীকরণ পাল্টায়নি। তাই আমরা আমাদের সম্পর্ককেও প্রকাশ্যে আনিনি। ও বিদেশে থাকে বলে খুব দ্রুত সব করতে হয়েছে। কিন্তু ও দেশে ফিরলে বন্ধুবান্ধবদের সঙ্গে একটা ছোট্ট অনুষ্ঠান করার ইচ্ছে রয়েছে।’
আরও পড়ুন: অধিক মাসে শ্রাবণের শিবরাত্রি, ১৫০ বছর পর এই চার রাশির জীবনে হবে টাকার বন্যা!
পোস্টে প্রেমিকের নাম জানিয়েছেন তাসনিয়া। তাঁর স্বামীর নাম শেখ রেজওয়ান। কর্মসূত্রে তিনি বাংলাদেশের বাইরে থাকেন। তবে স্বামীর পুরো মুখ ছবিতে দেখাননি তাসনিয়া। সোশ্যাল মিডিয়ায় তাসনিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর সহকর্মী ও অনুরাগীরা।