সদ্য বাবা-মা হয়েছেন তানভি ঠক্কর ও তাঁর স্বামী আদিত্য কাপাডিয়া। সম্প্রতি সন্তানের সঙ্গে নিজেদের এক সুন্দর মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন আদিত্য কাপাডিয়া এবং তানভি ঠক্কর।
ফুটফুটে এক পুত্র সন্তার ঘর আলো করেছে এই দম্পতির। নিজেদের পুত্র সন্তান হওয়ার খবর ইন্সটাগ্রামে জানান তাঁরা । ছবিতে আদিত্য কাপাডিয়া এবং তানভি ঠক্করকে শিশুর দিকে তাকিয়ে থাকতে দেখা গিয়েছে। যদিও ছেলের মুখ দেখা যায়নি।
advertisement
আরও পড়ুন: অর্থাভাব কাটাতে পারে এই ৩ গাছ! সংসারের আয় বৃ্দ্ধি করতে জেনে রাখুন বাস্তুর এই নিয়ম
হাসপাতালে দোলনায় শুয়ে শিশু। তার দিকে তাকিয়ে রয়েছেন তারকা দম্পতি। এই ছবি দেখা মাত্রই খুশির ফোয়ারা উঠেছে নেটিজেনদের মনে।
প্রসঙ্গত নিজের গর্ভাবস্থাকে অত্যন্ত উপভোগ করেছেন তানভি। বেবি বাম্প নিয়ে একটি অনন্য ফটো শ্যুটও করতে দেখা গিয়েছে তাঁকে। অভিনেত্রীর বারবি থিম ফটোশুট নেটিজেনদের মুগ্ধ করেছে। গোলাপী রঙের হাই স্লিট ড্রেসে বারবির মতো সাজে তানভির মাতৃত্বকালীন ফটোশুটের ছবি এখনও ইন্টারনেটে ভাইরাল।
তানভি ঠক্কর এবং আদিত্য কাপাডিয়া ৭ বছর সম্পর্কে থাকার পর গত ২০২১ সালে বিবাহ করেন, ” গুম হ্যায় কিসি কে প্যায়ার মে” ধারাবাহিকে শিবানী পিসির চরিত্রে অভিনয় করতে দেখা যায় তানভিকে। তানভির স্বামী আদিত্য কাপাডিয়াও যথেষ্ট জনপ্রিয়। “শাকা লাকা বুম বুম” নামের ধারাবাহিকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে ঘরে ঘরে বিখ্যাত হয়েছিলেন আদিত্য।