‘বিল্লা’, ‘ভিরাম’, ‘ভেদালাম’-সহ অজিতের আগের ছবিগুলিতেও আর্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছিলেন মিলান। সংবাদমাধ্যম সূত্রে খবর, মিলানের কার্ডিয়াক অ্যারেস্ট হয় আজ সকালে। বিদেশে শ্যুটিং চলছে। কাজ সেরে গতকাল রাতে হোটেলে ফিরে একদম সুস্থই ছিলেন মিলান। কিন্তু আজ সকালে নিজের টিমের সবাইকে কাজের জন্য জড় করার সময়েই তিনি জানান, শরীরে অস্বস্তি হচ্ছে। সঙ্গে প্রবল ঘাম হচ্ছিল। সঙ্গে সঙ্গে প্রযোজনা সংস্থার কর্মচারীরা তাঁর জন্য গাড়ির ব্যবস্থা করে হাসপাতালে নিয়ে যান।
advertisement
আরও পড়ুন: বেডরুমে ফ্রিজ রেখেছেন? গভীর রাতে আপনার ঘুমের সময়ে বড় বিপদ ডাকছে না তো! জানুন আজই
মিলানের অসুস্থতার খবর পেয়েই অজিত ও ছবির পরিচালক মাগিজ থিরুমেনি এবং চিত্রগ্রাহক নীরভ শাহ হাসপাতালে ছুটে গিয়েছিলেন। কিন্তু তাঁরা হাসপাতালে পৌঁছানোর আগেই মিলান শেষ নিশ্বাস ত্যাগ করেন।
জানা গিয়েছে, ‘বিদা মুয়ারচি’-র টিম আজারবাইজান থেকে চেন্নাইয়ে মিলানের মৃতদেহ ফিরিয়ে আনার চেষ্টা করছে। ভারতীয় দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। যাতে তাঁর পরিবার এবং বন্ধুরা শেষ শ্রদ্ধা জানাতে পারে।
মিলানের পরিবারে রয়েছেন তাঁর স্ত্রী। চেন্নাইতে থাকেন। তাঁর একটি ছেলেও রয়েছেন, আজারবাইজানের শ্যুটিংয়ের সময় তাঁকে সহায়তা করছিলেন।