TRENDING:

আত্মঘাতী XVideos-এর ভারতীয় অভিনেত্রী

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#তামিলনাড়ু: তামিলনাড়ু: কলিউড অভিনেত্রী রিয়ামিক্কা আর নেই। ২৬ বছর বয়সী এই তামিল অভিনেত্রী আত্মহত্যা করেছেন বলে জানায় ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে।
advertisement

গতকালশুক্রবার সকালে তামিলনাড়ুর ভালাসারাভক্কমে রিয়ামিক্কার বাড়ি থেকে  তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়।

চেন্নাইতে রিয়ামিক্কার সঙ্গে থাকতেন তার ভাই প্রকাশ। কেন এই আত্মহত্যা তা জানতে পারেনি তদন্তকারীরা। এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা করা হয়েছে।

স্থানীয় একটি গণমাধ্যমে পুলিশ জানায়, অভিনেত্রী রিয়ামিক্কা দীনেশ নামের একজনকে ভালোবাসতেন। গেলো কয়েকমাস কোনও কাজ না থাকায় রিয়ামিক্কা কিছুটা হতাশায় ভুগছিলেন। বিষয়টি দীনেশকেও জানায় সে। বৃহস্পতিবার রাতে দীনেশকে ফোন করে অনেক কান্নাকাটিও করেন তিনি। পরের দিন সকালেই নিজের ঘরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় রিয়ামিক্কার মরদেহ।

advertisement

পুলিশ রিয়ামিক্কার সব ফোন কল ও ভিডিও নিয়ে তদন্ত শুরু করেছে। হতাশা থেকেই কি নিজেকে শেষ করার সিদ্ধান্ত নিলেন রিয়ামিক্কা নাকি এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে তা ক্ষতিয়ে দেখছে তদন্তকারীরা।

রিয়ামিক্কা তামিল সিনেমা কুমারানুকু কোন্দাত্তাম, আঘোরিয় আট্টম-এ অভিনয় করেছেন। এছাড়া একটা পর্নসাইটেও কাজ করেছেন বলে জানা যায়।

বাংলা খবর/ খবর/বিনোদন/
আত্মঘাতী XVideos-এর ভারতীয় অভিনেত্রী