TRENDING:

Bose Venkat Death: মর্মান্তিক! বোনের শেষকৃত্যে এসেই মৃত্যু হল ভাইয়ের, শোকের ছায়া পরিবারে

Last Updated:

Bose Venkat Death: গত শুক্রবারই তামিল অভিনেতা বোস ভেঙ্কেটের বোন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান৷ বোনের শেষকৃত্যে এসেই কয়েক ঘন্টার মধ্যে মারা যায় ভাই৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আবারও নক্ষত্রপতন৷ প্রয়াত হলেন দক্ষিণী অভিনেতা বোস ভেঙ্কেটের ভাই ও বোন ৷ মাত্র কিছুক্ষণের মধ্যেই একই দিনে পরিবারের দুইজনকে হারিয়ে গোটা পরিবারে নেমে এসেছে শোকের ছায়া৷ মুহূর্তের মধ্যে যেন লন্ডভন্ড হয়ে গেল সবকিছু৷ গত শুক্রবারই তামিল অভিনেতা বোস ভেঙ্কেটের বোন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান৷ বোনের শেষকৃত্যে এসেই কয়েক ঘন্টার মধ্যে মারা যায় ভাই৷
advertisement

সূত্রের খবর, গত ২৩ জুন ভোরবেলায় অভিনেতার বোন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান৷ বোনের মৃত্যুর খবর পেয়েই চেন্নাইতে শেষকৃত্যে যান অভিনেতার ভাই রঙ্গনাথন পুদুকোট্টাই৷ বোন চলে যাওয়ার মৃত্যু কোনওভাবেই মেনে নিতে পারেনি পরিবার৷ সকলে তখন বোনের মৃত্যুতে কাতর, ঠিক সেই সময়েই হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন ভাই৷ সঙ্গে সঙ্গেই মারা যান অভিনেতার ভাই৷ একইদিনে পরিবারের দু’জনের মৃত্যুতে শোকে ভেঙে পড়েছে পরিবার৷

advertisement

আরও পড়ুন-চিনতে পারছেন এই খুদে ‘পাইলট’-কে, ইনিই এখন বলিউডের ক্রাশ, কে বলুন তো?

আরও পড়ুন-কোমরের ঠুমকায় ঝড়, অর্জুনের জন্মদিনে ‘ছাইয়া ছাইয়া’-র তালে মধ্যরাতে উদ্দাম নাচ মালাইকার

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ভাই ও বোনের মৃত্যু কোনওভাবেই মেনে নিতে পারছে না পরিবার৷ দক্ষিণী অভিনেতার পরিবারে এখন জোড়া শোকের ছায়া৷ এদিন বোনের মৃত্যুর পর ইনস্টাগ্রামে নিজের বোনের ছবিও শেয়ার করে লেখেন, আমার বোন ভালারমাথি গুণশেখরনক ঈশ্বর আমাদের থেকে কেড়ে নিয়েছেন৷ তারপরই আবার ভাইয়ের মৃত্যুতে প্রচন্ড ভেঙে পড়েছেন অভিনেতা৷ সকল ভক্তরাই তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন৷ উল্লেখ্য, দক্ষিণের বড়পর্দা থেকে ছোটপর্দায় বেশ দাপটের সঙ্গে কাজ করেন এই অভিনেতা৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Bose Venkat Death: মর্মান্তিক! বোনের শেষকৃত্যে এসেই মৃত্যু হল ভাইয়ের, শোকের ছায়া পরিবারে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল