তবে ওয়েবসিরিজের আগেও চলতি বছরে একটি পার্টিতে তাদের চুম্বনের ভিডিও ছড়িয়ে পড়েছিল নেটদুনিয়ায়৷ এতদিন নিজেদের সম্পর্ককে স্পটলাইট থেকে দূরে সরিয়ে রাখলেও এবার রিলেশনশিপ নিয়ে পরামর্শ দিলেন নায়িকা৷ ২০২২ সালে ডিসেম্বরে ফিল্মফেয়ারের শ্যুটের সময়, তমান্না সিঙ্গলদের জন্য ডেটিং টিপস দিয়েছিলেন। তমান্না বলেন, ইতনা নেহি সোচনেকা, আমার মনে হয় আপনি পারবেন না, আপনি এটা নিয়ে বেশি ভাবতে পারবেন না। আমি এমন অনেক লোকের সাক্ষাৎকার নিয়েছি যারা বিবাহিত এবং তারা নিজেদের সম্পর্ক নিয়ে খুব খুশি। তারা হল ‘শুধু ঠাণ্ডা হও এবং রিল্যাক্স হও এবং বয়ে যেত দাও।’
advertisement
আরও পড়ুন- ঠোঁটঠাসা চুম্বনে বউকে আদর, বিচ্ছেদের গুঞ্জনে তুড়ি মেরে রোম্যান্টিক মুডে নেহা
আরও পড়ুন-হৃতিকের নতুন সঙ্গী কি এবার কিয়ারা? ‘ওয়ার ২’-নিয়ে জল্পনা তুঙ্গে বি-টাউনে
তমান্না আরও বলেন, এটি একটি পরামর্শ যা আমি নিজেকে দিতে চাই, কোনও কিছু নিয়েই অতিরিক্ত চিন্তা না করাই ভাল। এছাড়াও,সবার আগে আমি মনে করি নিজেকে সবচেয়ে বেশি ভালবাসতে হবে। এমন কাউকে খুঁজে পেতে আপনাকে সত্যিই নিজেকে ভালবাসতে হবে যে আপনাকে একইভাবে ভালবাসতে পারে। আমি মনে করি না যে আর ভালোবাসা পাওয়া এত কঠিন।গত সপ্তাহেই বিজয়ের সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করে নিয়েছেন তমান্না এবং বিজয়ও ভীষণ খুশি ৷ সম্প্রতি এক সাক্ষাৎকারে তমান্না জানিয়েছেন,’লাস্ট স্টোরিজ ২’-এর জন্যই প্রথমবার নিজের ১৮ বছরের প্রতিজ্ঞা ভেঙেছেন৷ এত বছরে কর্মজীবনে কখনও কোন ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেননি৷ তমান্না আরও জানিয়েছেন, আমি সবসময় সুজয় ঘোষের সঙ্গে কাজ করতে চেয়েছি৷ আমি নিজে ভীষণ কৃতজ্ঞ সুজয় এই চরিত্রের জন্য আমাকে বেছে নিয়েছে৷