TRENDING:

Tamannaah Bhatia: 'টপলেস' তমান্না! সাহসী অন্তরঙ্গ দৃশ্য ভাইরাল হতেই চরম বিতর্ক, তোলপাড় নেটদুনিয়া

Last Updated:

Tamannaah Bhatia: নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে তমান্নার টপলেস ছবি ও ভিডিওর ঝলক৷ সাহসী দৃশ্যে অভিনয় করে চরম বিতর্কের মুখে পড়েছেন নায়িকা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: কেরিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করলেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী তমান্না ভাটিয়া৷ এই প্রথম অন্তরঙ্গ দৃশ্যের জন্য টপলেস হলেন তমান্না৷ ইতিমধ্যেই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে তমান্নার টপলেস ছবি ও ভিডিওর ঝলক৷ সাহসী দৃশ্যে অভিনয় করে চরম বিতর্কের মুখে পড়েছেন নায়িকা৷
'টপলেস' তমান্না! সাহসী অন্তরঙ্গ দৃশ্য ভাইরাল হতেই চরম বিতর্ক, তোলপাড় নেটদুনিয়া
'টপলেস' তমান্না! সাহসী অন্তরঙ্গ দৃশ্য ভাইরাল হতেই চরম বিতর্ক, তোলপাড় নেটদুনিয়া
advertisement

দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী তমান্না ভাটিয়াকে নিয়ে উত্তেজনার পারদ সর্বদাই তুঙ্গে থাকে ভক্তদের৷ দক্ষিণী ইন্ডাস্ট্রির পাশাপাশি বলি ইন্ডাস্ট্রিরও জনপ্রিয় মুখ তিনি৷ দু’দশকের দীর্ঘ কেরিয়ারে কখনও অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে দেখা যায়নি তমান্নাকে৷ এই প্রথমবার দীর্ঘ ১৮ বছরের প্রথা ভেঙে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে দেখা গেল তমান্নাকে৷ ‘জি কারদা’ ওয়েব সিরিজে তমান্নার ঘনিষ্ঠ দৃশ্য দেখে অনেক ভক্তরাই হতাশ হয়েছেন৷

advertisement

আরও  পড়ুন- ‘আর বিলম্ব নয়’! কিসের ইঙ্গিত দিলেন গায়িকা ইমন, পোস্ট ভাইরাল হতেই তোলপাড়

advertisement

আরও পড়ুন-লাল রঙের শিং পরে নতুন কাণ্ড ঘটালেন উরফি, ভিডিও দেখে লজ্জায় মুখ ঢাকবে নেটজনতা

কেউ কেউ আবার নিজের সিদ্ধান্ত ভাঙার কারণও জিজ্ঞাসা করেছিলেন৷ একাধিক কটুক্তিও ধেয়ে এসেছে৷ টুইটারে তমান্নাকে নেতিবাচক মন্তব্যে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা৷ এছাড়াও ‘লাস্ট স্টোরিজ ২’-এর ঝলকে অন্তরঙ্গ দৃশ্যে দেখা গিয়েছে তমান্নাকে৷ প্রেমিক তথা বলিউড অভিনেতা বিজয় বর্মার সঙ্গেই ঘনিষ্ঠ দৃশ্যে দেখা গিয়েছে তমান্নাকে৷ বাঙালি পরিচালক সুজয় ঘোষ পরিচালিত সিরিজেই বিজয়ের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে দেখা যেতেই শুরু হয়েছে জোর চর্চা৷ তবে বিতর্ককে পাত্তা দিতে নারাজ তমান্না৷ সম্প্রতি এক সাক্ষাৎকারে তমান্না জানিয়েছেন,’লাস্ট স্টোরিজ ২’-এর জন্যই প্রথমবার নিজের ১৮ বছরের প্রতিজ্ঞা ভেঙেছেন৷ এত বছরে কর্মজীবনে কখনও কোন ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেননি৷ তমান্না আরও জানিয়েছেন, আমি সবসময় সুজয় ঘোষের সঙ্গে কাজ করতে চেয়েছি৷ আমি নিজে ভীষণ কৃতজ্ঞ সুজয় এই চরিত্রের জন্য আমাকে বেছে নিয়েছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিনোদন/
Tamannaah Bhatia: 'টপলেস' তমান্না! সাহসী অন্তরঙ্গ দৃশ্য ভাইরাল হতেই চরম বিতর্ক, তোলপাড় নেটদুনিয়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল