TRENDING:

‘সবাই ভাল থাকুন’, ক্যানসার দিবসে টপলেস ছবি পোস্ট করলেন তাহিরা!

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: অদম্য জীবন শক্তি ৷ ক্যানসারের মতো মারণ রোগও থামাতে পারেনি তাহিরাকে ৷ আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরার ক্যানসারে আক্রান্ত হয়ে কেটেছেন চুল৷ শরীরে চলেছে ছুরি-কাঁচিও ৷ তাতে কী হয়েছে ? এর জন্য কী আর জীবন থেমে যায় ! থামেওনি ৷ তাই সোশ্যাল নেটওয়ার্কে অনবরত ছবি পোস্টে নিজেকে সদা ব্যস্ত রেখেছেন তাহিরা ৷ শুধু তাই নয়, ফ্যাশন শোতেও দিব্য হেঁটেছেন মডেলদের সঙ্গে ৷ তবে তাহিরা একাই নন, এই জীবন শক্তি যেন ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে, সেই কারণেই বিশ্ব ক্যানসার দিবসে, সবাইকে বেঁচে থাকার নতুন মন্ত্র দিলেন তাহিরা কাশ্যপ ৷
advertisement

ইনস্টাগ্রামে একটি ছবিও পোস্ট করেন তাহিরা ৷ যেখানে তাহিরাকে দেখা গিয়েছে টপলেস অবস্থায় ৷ যেখানে স্পষ্ট অপারেশনের দাগ ! ছবি পোস্ট করে তাহিরা লিখলেন, ‘আজকে দিনটা আমার ৷ সবাইকে জানাই হ্যাপি ওয়ার্ল্ড ক্যানসার ডে ৷ আশা করি সবাই এ দিবসে উদযাপন করবে জীবনশক্তি দিয়ে ৷ এই দিনটা গোটা বিশ্বে সচেতনতা ছড়িয়ে দেওয়ার দিন ৷ আমার গায়ের ক্ষত চিহ্ন, আমার কাছে অহংকারের ৷ আর এই ছবি পোস্ট করার পিছনে একটাই উদ্দেশ্য একটাই, সবাইকে সচেতন করা ৷ সবাইকে হারতে না শেখার মন্ত্র জানিয়ে দেওয়া ৷ অদম্য জীবনশক্তি প্রদান করা ৷ ’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিনোদন/
‘সবাই ভাল থাকুন’, ক্যানসার দিবসে টপলেস ছবি পোস্ট করলেন তাহিরা!