সকাল সকাল মা কালীর আশির্বাদ নেওয়ার জন্য কালীঘাট মন্দিরে যান তাপসী এবং পাভেল।
আরও পড়ুন: 'কোনও জিনিস জলভাত হয়ে গেলে গুরুত্ব কমে', কলকাতায় এসে ছবি বয়কট প্রসঙ্গে বলেন তাপসি
সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময়, তাপসি বলেন যে তিনি কলকাতার সবচেয়ে বেশি পছন্দ করেন যেটা তা হল এখানকার সিনেপ্রেমীরা অনেক গভীরতা ও আবেগ নিয়ে সিনেমা বিশ্লেষণ করেন। তাপসীর জন্য, কলকাতায় আসা সবসময়ই আনন্দের কারণ তিনি এখানে যে ধরনের অভ্যর্থনা পান তা থেকে তাঁর মনে হয় যেন বাংলায় তাঁর কোনও না কোনও শিকড় রয়েছে। অভিনেত্রী কলকাতায় তাঁদের ছবি ‘দোবারা’-এর জন্য এত প্রশংসা পেয়ে অভিভূত।
advertisement
আরও পড়ুন: পরমব্রতর সিনেমায় স্বাধীনতা আন্দোলনের পটভূমি! 'বারুদ ও আদালত'-এর শুটিং শুরু ফেব্রুয়ারিতেই
প্রসঙ্গত, ছবি বয়কট প্রসঙ্গে অভিনেত্রী বলেন যে এই নতুন ট্রেন্ড তাঁর কাছে নিছকই কৌতুকের পর্যায়ে এসে দাঁড়িয়েছে। তিনি বলেন, “যেভাবে রোজ বাড়িতে খবরের কাগজ আসে বাড়িতে, ঠিক সেইকরমই নিত্যনৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে এই বয়কট। রোজ টুইটারে আসে, একেবারে জলভাত হয়ে গেছে। যখনই একটা জিনিস জলভাত হয়ে যায়, তখনই গুরুত্ব কমে। এই মুহূর্তে আমারই একটি ছবি ‘মেরি কম’ ছবির সংলাপ মনে পড়ছে। কাউকে এতটাও ভয় দেখানো উচিত নয়, যে ভয়ই শেষ হয়ে যায়। এ ক্ষেত্রে তেমনটাই ঘটেছে। প্রতি দিন সকালে প্রতিটি ছবি ঘিরে ‘বয়কট’ প্রসঙ্গ এখন এগুলি আর প্রভাবিতই করে না।’’