বরাবরই সাহসী, খোলামেলা স্বস্তিকা এবার মুখ খুললেন এই সমাজের ‘প্রতিবন্ধকতা’ নিয়ে ৷ আর সেই অপারগতার মূলে রয়েছে মেয়েদের শরীর নিয়ে ছুঁতমার্গ ৷ এই সমাজই মেয়েদের উন্মুক্ত শরীরকে সেন্সরশিপের কাঁচির মধ্যে আটকে রেখেছে ৷
সম্প্রতি বিখ্যাত জার্মান ফোটোগ্রাফার মারিয়াস স্পার্লিচের একটি বিখ্যাত ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন নায়িকা ৷ আর সেই ছবির ক্যাপশনের মধ্যে দিয়ে নিজের ধারালো মন্তব্যটিও পেশ করেছেন ৷
advertisement
আরও পড়ুন: স্বস্তিকা যেখানেই যান সঙ্গে রাখেন শাঁখা, পলা, নোয়া...কেন ?
স্বস্তিকার বয়ানে, ‘‘সোশ্যাল মিডিয়া মেয়েদের অনাবৃত স্তনবৃন্ত দেখানোর অনুমতি দেয় না ৷ কিন্তু এটা সোশ্যাল মিডিয়ার সমস্যা নয়, দোষ আমাদের সমাজের ৷ এখানে আমাদের সমাজের ছবিই ফুটে উঠেছে ৷ এটা সেন্সরশিপের সমাজ, এখানে মেয়েদের শরীরে প্রলেপ লাগাতে হয় ৷ সোশ্যাল মিডিয়াকে বদলানোর আগে নিজেদের বদলাতে হবে ৷’’
আরও পড়ুন: ফের জমছে স্বস্তিকা-সৃজিতের রসায়ন ! শোরগোল টলিপাড়ায়