ফের জমছে স্বস্তিকা-সৃজিতের রসায়ন ! শোরগোল টলিপাড়ায়
Last Updated:
ফের জমছে স্বস্তিকা-সৃজিতের রসায়ন ! শোরগোল টলিপাড়ায়
#কলকাতা: কিছু বছর আগে পর্যন্ত টলিপাড়ার অলিতে গলিতে কান পাতলেই শোনা যেত পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও স্বস্তিকার প্রেম নিয়ে নানা গসিপ! সেই সময়ে সৃজিত-স্বস্তিকাকে প্রকাশ্যে বহু জায়গায় একসঙ্গে দেখাও যেত! তারপর অনেকটা সময় কেটে গিয়েছে! গঙ্গা দিয়ে জলও গড়িয়েছে অনেক! ধীরে ধীরে জল্পনা-কল্পনা ধামা-চাপা পড়েছে। কোনও অজানা কারণে সৃজিতের ছবিতে দেখাও মিলত না নায়িকার! ইতিমধ্যে মাছাচাড়া দিয়েছে নতুন গল্প, নয়া গসিপ! এবার স্বস্তিকার সঙ্গে নাম জুড়েছে নাট্যকার, পরিচালক অভিনেতা সুমন মুখোপাধ্যায়ের!
কিন্তু ফের শুরু গসিপ! বাংলা ইন্ডাস্ট্রির অনেকেই বলছেন, আবার সৃজিত-স্বস্তিকার রসায়ন জমল বলে! শোনা যাচ্ছে, সৃজিতের আগামী ছবি ‘শাহজাহান রিজেন্সি’-তে দেখা মিলবে স্বস্তিকার। স্বস্তিকার সঙ্গে সুন্দর মুহূর্তের একটা ছবিও টু্ইটার হ্যান্ডেলে শেয়ার করলেন সৃজিত মুখোপাধ্যায়। ক্যাপশনে লিখলেন--'' জন্মের আগেও জন্ম, পরেও জনম্ম, তুমি এমন...''
ব্যস! আর যায় কোথায়! ইন্ধন পেয়ে গেল 'গসিপ কূল'! কিন্তু সত্যিটা কী? সময়ই বলবে...
advertisement
advertisement
Location :
First Published :
July 26, 2018 12:44 PM IST