মঙ্গলবার টুইটারে একাধিক ছবি দিয়েছেন স্বরা। দেখা যাচ্ছে, গোলাপি গাউনে স্বরা, বেইজ রঙের শার্ট পড়েছেন অভিনেত্রীর স্বামী ফাহাদ আহমেদ। সমুদ্র সৈকতে বসে রয়েছেন স্বরা। স্ত্রীকে আলিঙ্গন করেছেন ফাহাদ। ছবিতে স্বরার স্ফীতোদর স্পষ্ট। ক্যাপশনে স্বরা লেখেন, ‘কখনও কখনও আমাদের সব প্রার্থনার উত্তর একসঙ্গে পেয়ে যাই। আমরা ভাগ্যবান এবং উচ্ছ্বসিত। নতুন এক পৃথিবীতে পা রাখতে চলেছি।’
advertisement
সেই পোস্টে ‘অক্টোবর বেবি’ হ্যাশট্যাগ জুড়ে দিয়েছেন স্বরা। অর্থাৎ চলতি বছরের অক্টোবরেই যে নতুন অতিথির আগমণ, তা বুঝিয়ে দিয়েছেন অভিনেত্রী স্বরা-ফাহাদকে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন তাঁদের সতীর্থ এবং অনুরাগীরা। রণবীর কাপুর এবং আলিয়া ভাটও বিয়ের কয়েক মাসের মধ্যেই সন্তানের আগমণের কথা জানিয়েছিলেন।
আরও পড়ুন: বলিউডের ‘এই’ হ্যান্ডসামের সঙ্গে গোপনে গোয়া ঘুরে এলেন নভ্যা, ছবি ফাঁস হতেই তোলপাড়
আরও পড়ুন-সঞ্চালিকার সঙ্গে অসভ্যতামি! নোংরা কটাক্ষ করতেই স্বামীর সঙ্গে যা করলেন পরীমণি়
চলতি বছরের জানুয়ারিতে সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদের সঙ্গে সই-সাবুদ করে বিয়ে সারেন স্বরা। ১৬ ফেব্রুয়ারি একটি ট্যুইটের মাধ্যমে সে কথা ঘোষণা করেন অভিনেত্রী। জাঁকজমক করে বিয়ের অনুষ্ঠানও করেন তাঁরা। আপাতত জীবনের নতুন অধ্যায় শুরুর অপেক্ষায় তাঁরা।