দুই প্রোডাকশন হাউসের এই জোট বাংলা সিনেমা জগতে নি:সন্দেহে এক বিরাট আলোড়ন ফেলবে বলে মনে করা হচ্ছে। এ বিষয়ে এসভিএফের কর্ণধার মহেন্দ্র সোনি জানিয়েছেন, ‘‘বাংলার দক্ষ প্রতিভাদের তুলে ধরবে এই জোট৷ ভারতীয় সিনেমা জগতের ক্ষেত্রে এই জোটের বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে৷’’
দক্ষ প্রতিভাদের তুলে ধরার পাশাপাশি ভাল গল্প নিয়ে কাজ করবে বিনোদন জগতের এই নতুন জুটি৷ এসভিএফ এবং জিও স্টুডিওস-এর যৌথ প্রযোজনায় বেশ কিছু ছবির কথা ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে৷ সেগুলির মধ্যে রয়েছে সৃজিত মুখার্জীর দশম অবতার, অর্ণ মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘অথৈ’৷ মঞ্চে ‘অথৈ’ আগেই জনপ্রিয়তা পেয়েছিল৷ এই ছবির ক্রিয়েটিভ ডিরেক্টরের ভূমিকায় থাকবেন অনির্বান ভট্টাচার্য৷ এছাড়া আগামী বছর অর্থাৎ ২০২৪-এ আসবে রাজ চক্রবর্তীর একটি সিনেমা৷ সঙ্গে ‘সোনাদার’ নির্মাতা ধ্রুব বন্দোপাধ্যায়ের পরিচালনায় আসবে ‘বগলা মামা’, সুমন ঘোষের ‘কাবুলিওয়ালা’৷
advertisement
আরও পড়ুন: অক্টোবরেই কি বিয়ের পিঁড়িতে বসছেন রাঘব-পরিণীতি! জল্পনা তুঙ্গে বলিপাড়ায়
আগামী বেশ কিছু দুর্দান্ত সিনেমা দর্শকদের উপহার দিতে চলেছে এসভিএফ এবং জিও স্টুডিওর যৌথ উদ্যোগ৷