তিনি বললেন যে আধুনিক পরিবারের সদস্য দুই ছেলে, তাদের মা ও বাবা৷ (তিনি এখানে স্বামী-স্ত্রী লিখলেন না, লিখলেন মা ও বাবা৷ কারণ স্বামী-স্ত্রীর বিচ্ছেদ হতেই পারে কিন্তু তা বলে তো বাবা মায়ের দায়িত্ব কমে যায় না)৷ এরপর থাকছেন তুতো ভাইবোন, দাদু, দিদা, এবং বন্ধুরা৷ ২০২০ কে এভাবেই স্বাগত জানালেন সুজান ও রোশন পরিবার৷
advertisement
আরও পড়ুনবিদেশের হোটেলের স্যুইমিং পুলে মানুষ নয়, ভাসছে গাড়ি! দেখতে উৎসুক সকলে...
সুজান নিজেই ছবি পোস্ট করেছেন তার প্রাক্তন ননদের সঙ্গে৷ এমনকি প্রাক্তন শাশুড়ি-শ্বশুরের সঙ্গে বসে ছবিও তুলেছেন তিনি৷ এবং কারও মধ্যেই কোনও বিদ্বেষ নেই৷ বিবাহ বিচ্ছেদের পর অনেক পরিবারেই মুখ দেখাদেখি বন্ধ হয়ে যায়৷ কিন্তু রোশন বা খান পরিবারে তেমন কিছু হয়নি৷ তারা একসঙ্গেই রয়েছেন, এবং পরিস্থিতি অনুযায়ী একসঙ্গেই সময়ও কাটাচ্ছেন৷ এই না হলে আধুনিকতার ছোঁয়া৷ এভাবেই এগিয়ে চলুন আপনারা৷ আর আপানাদের বার্তা ছড়িয়ে পড়ুক সকলের মধ্যে৷