বিদেশের হোটেলের স্যুইমিং পুলে মানুষ নয়, ভাসছে গাড়ি! দেখতে উৎসুক সকলে...
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
এই ছবি ভাইরাল হতেই বিভিন্ন রকমের কমেন্ট আসতে শুরু করেছে
#ফ্লোরিডা: স্যুইমিং পুলে বিকিনিতে সুন্দরীরা নন, ভাসছে কিনা আস্ত একটা গাড়ি! প্রায় গোটা পুলজুড়ে রয়েছে গাড়িটি৷ এমন দৃশ্য দেখতে খুব স্বাভাবিকভাবে উৎসুক জনতা৷ কেউ এসে উঁকি মেরে দেখছে, কেউ বা আবার সোস্যাল মিডিয়ায় নজর রাখছেন৷ পোস্টটিও ছড়িয়ে পড়েছে হুহু করে৷ কারণ যে দৃশ্য দেখতে সকলে অভ্যস্থ, তার থেকে একেবারে উল্টো ছবি দেখা যাচ্ছে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচের এই হোটেলে৷
মজা করেও এমনভাবে গাড়ি জলে ডোবাতে চাইবেন না কেউ৷ তাও আবার হোটেলের স্যুইমিং পুলে! কীভাবে এল এই গাড়ি? জানা গিয়েছে যে কোনও এমন মহিলা চালক ছিলেন গাড়িতে৷ তার চালানোর দোষে গাড়ি ডুবে যায় পুলে৷ তবে গাড়িতে যারা ছিলেন, তাদের কারও বিপদ হয়নি৷ সকলেই সুস্থ রয়েছেন৷ তবে ছবিটি খুবই ভাইরাল৷ পুলিশের তরফে এই ছবি পোস্ট করা হয়েছে৷
advertisement
advertisement
এই ছবি ভাইরাল হতেই বিভিন্ন রকমের কমেন্ট আসতে শুরু করেছে৷ এটাকে কার পুলিং বলা যেতে পারে, এমন মন্তব্য করেছেন অনেকে৷ আবার অনেকে মজা করে বলছেন যে এখন থেকে চালককেও স্যুইমিং কস্টিউম পরতে হবে মনে হচ্ছে! মজাদার কমেন্ট ঠিকই কিন্তু এমন দুর্ঘটনায় ঘটলে যে কার প্রাণ যেতে পারে, এই আশঙ্কাও থাকছে৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 06, 2020 6:04 PM IST