টিআরপি তালিকায় এই ধারাবাহিকটির অবস্থান উপরের দিকে ৷ লাগাতার বেশি টিআরপি উপহার দেওয়ায় অপু এবং দীপু দু’জনেই ধন্যবাদ জানিয়েছেন দর্শকদের ৷ আর্জি রেখেছেন, ধারাবাহিকের রোমাঞ্চকর পর্বগুলির সম্প্রচার দেখতে ৷ একই অনুরোধ করেছেন অপুর ‘আন্টি ওয়ান’ সোমা চক্রবর্তী এবং ‘আন্টি টু’ নন্দিনী চট্টোপাধ্যায় ৷
advertisement
ধারাবাহিকের প্লট অনুযায়ী, অপরাজিতা অপু তার শাশুড়ি অবলাকে ডাকে ‘আন্টি ওয়ান’ বলে ৷ মাসিশাশুড়ি যূথিককে বলে ‘আন্টি টু’ ৷ শ্বশুরবাড়িতে যূথিকা নানাভাবে হেনস্থা করার চেষ্টা করে অপুকে ৷ শাশুড়ির কাছে খারাপ প্রতিপন্ন করার ষড়যন্ত্র করে ৷ সেই যূথিকাকে কি পারবে অপু নিজের পাশে আনতে?
সেই প্রশ্নের উত্তর পাওয়ার আগে অপু তথা সুস্মিতা একটি মজার ভিডিয়ো শেয়ার করেছেন ৷ সেখানে ইশারা এবং অঙ্গভঙ্গিতে তিনি বলছেন, আন্টি টু ও দিৎসার কারসাজিতে তাঁর মরে যাওয়ার মতো অবস্থা হয়েছে ৷ সেই ভিডিয়োটিও উপভোগ করেছেন নেটিজেনরা ৷
প্রসঙ্গত ‘অপরাজিতা অপু’-র সম্প্রচারের সময় অর্থাৎ রাত সাড়ে আটটার সময় স্টার জলসায় শুরু হয়েছে ‘মনফাগুন’ ৷ এই ধারাবাহিকে কেন্দ্রীয় নারীচরিত্রে অভিনয় করেছেন সৃজলা গুহ ৷ ব্যক্তিগত জীবনে তিনি ‘দীপু’ অর্থাৎ রোহন ভট্টাচার্যর প্রেমিকা ৷ অর্থাৎ প্রেমিক প্রেমিকা একই স্লটে অভিনয় করছেন দু’টি ধারাবাহিকে ৷ দর্শকদের মন জয়ের লক্ষ্যে মুখোমুখি রোহন-সৃজলা ৷ তাই জনপ্রিয়তর দৌড়ে নিজেদের জায়গা ধরে রাখতে কার্পণ্য করছেন না ‘অপরাজিতা অপু’-র কুশীলবরা ৷