প্রসঙ্গত সৌমিতৃষা ও অপু এখন বাংলা ধারাবাহিকের দুনিয়ার জনপ্রিয়তম দুই নায়িকা ৷ কারণ সৌমিতৃষার ‘মিঠাই’ এবং সুস্মিতার ‘অপরাজিতা অপু’ দীর্ঘ দিন যথাক্রমে তালিকার প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে ৷ বাকি ধারাবাহিকগুলির মধ্যে টিআরপি-র উত্থান পতন থাকলে প্রথম দু’টি স্থানের ধারাবাহিকদু’টি অনড় ৷ তাঁদের দু’জনের ভিডিয়োর ক্যাপশন মজা করে সুস্মিতা দিয়েছেন ‘অপু গোয়েন্দা এবং তুফান মেল’৷
advertisement
আদতে আসানসোলের মেয়ে সুস্মিতার বিনোদনের দুনিয়ায় পা রাখা মডেলিং দিয়ে ৷ ছোট থেকেই মডেলিং ও অভিনয়ের স্বপ্ন দেখতেন তিনি ৷ ‘অপরাজিতা অপু’ তাঁর প্রথম কাজ নায়িকার ভূমিকায় ৷ আবির্ভাবেই বাজিমাত করেছেন তিনি ৷ তাঁর সঙ্গে ‘দীপু’ তথা রোহন ভট্টাচার্যর রসায়ন মন কেড়ে নিয়েছে দর্শকদের ৷ দুই শাশুড়ি ‘আন্টি ওয়ান’ এবং ‘আন্টি টু’-কেও তিনি সামলে রেখেছেন অনায়াস সহজাত দক্ষতায় ৷ সাংসারিক জটিলতা বশে রাখার পাশাপাশি পর্দার অপু নিজেকে প্রতিষ্ঠিত করতে চান জীবনে ৷
অন্যদিকে বারাসতের মেয়ে সৌমিতৃষা এর আগেও অভিনয় করেছেন ধারাবাহিকে ৷ তার আগে তাঁকে দেখা গিয়েছে মডেলিংয়েও ৷ কিন্তু ‘মিঠাই’-এর মতো জনপ্রিয়তা পাননি এর আগে কোনও কাজেই ৷ তাঁর হাতে মিষ্টিমুখ না করলে প্রতি সন্ধ্যাই পানসে বাঙালি দর্শকের কাছে ৷ মিঠাই ওরফে সৌমিতৃষার সঙ্গে তাঁর উচ্ছেবাবু ওরফে আদৃত রায়ের সমীকরণ এই ধারাবাহিকের জনপ্রিয়তার নেপথ্যে অন্যতম অনুঘটক ৷