TRENDING:

Tollywood: ‘তোমার ঘরে বসত করে কয় জনা’, জানতে চান ‘মানিকে’ ম্যানিয়ায় বুঁদ অপু-মিঠাই

Last Updated:

‘মানিকে ম্যানিয়া’-য় বুঁদ টলিউডের দুই অভিনেত্রী সুস্মিতা দে (Susmita Dey) এবং সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundoo)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : ‘মানিকে ম্যানিয়া’-য় বুঁদ টলিউডের দুই অভিনেত্রী সুস্মিতা দে (Susmita Dey) এবং সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundoo) ৷ ভাইরাল হয়ে যাওয়া এই সিংহলি গানের সঙ্গে অনেকেই নিজের কণ্ঠে গান ফিউশন করেছেন ৷ সেরকম বেশ কিছু ভার্সনও ইতিমধ্যে খুব জনপ্রিয় হয়েছে ৷ তার মধ্যে একটি ভার্সনের সঙ্গে লিপ মেলালেন অপু এবং মিঠাই ৷ ভিডিয়ো শেয়ার করেছেন সুস্মিতা ওরফে অপু ৷ ফেসবুকে তিনি ট্যাগও করেছেন সৌমিতৃষাকে ৷ মাত্র ৬ ঘণ্টার মধ্যে ভালবাসা ভাললাগার প্রতিক্রিয়া ছাপিয়েছে ১৩ হাজার ৷ মন্তব্য ৫০০-র বেশি ৷ শেয়ার করা হয়েছে ২৭২ বারের বেশি !
advertisement

প্রসঙ্গত সৌমিতৃষা ও অপু এখন বাংলা ধারাবাহিকের দুনিয়ার জনপ্রিয়তম দুই নায়িকা ৷ কারণ সৌমিতৃষার ‘মিঠাই’ এবং সুস্মিতার ‘অপরাজিতা অপু’ দীর্ঘ দিন যথাক্রমে তালিকার প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে ৷ বাকি ধারাবাহিকগুলির মধ্যে টিআরপি-র উত্থান পতন থাকলে প্রথম দু’টি স্থানের ধারাবাহিকদু’টি অনড় ৷ তাঁদের দু’জনের ভিডিয়োর ক্যাপশন মজা করে সুস্মিতা দিয়েছেন ‘অপু গোয়েন্দা এবং তুফান মেল’৷

advertisement

আদতে আসানসোলের মেয়ে সুস্মিতার বিনোদনের দুনিয়ায় পা রাখা মডেলিং দিয়ে ৷ ছোট থেকেই মডেলিং ও অভিনয়ের স্বপ্ন দেখতেন তিনি ৷ ‘অপরাজিতা অপু’ তাঁর প্রথম কাজ নায়িকার ভূমিকায় ৷ আবির্ভাবেই বাজিমাত করেছেন তিনি ৷ তাঁর সঙ্গে ‘দীপু’ তথা রোহন ভট্টাচার্যর রসায়ন মন কেড়ে নিয়েছে দর্শকদের ৷ দুই শাশুড়ি ‘আন্টি ওয়ান’ এবং ‘আন্টি টু’-কেও তিনি সামলে রেখেছেন অনায়াস সহজাত দক্ষতায় ৷ সাংসারিক জটিলতা বশে রাখার পাশাপাশি পর্দার অপু নিজেকে প্রতিষ্ঠিত করতে চান জীবনে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

অন্যদিকে বারাসতের মেয়ে সৌমিতৃষা এর আগেও অভিনয় করেছেন ধারাবাহিকে ৷ তার আগে তাঁকে দেখা গিয়েছে মডেলিংয়েও ৷ কিন্তু ‘মিঠাই’-এর মতো জনপ্রিয়তা পাননি এর আগে কোনও কাজেই ৷ তাঁর হাতে মিষ্টিমুখ না করলে প্রতি সন্ধ্যাই পানসে বাঙালি দর্শকের কাছে ৷ মিঠাই ওরফে সৌমিতৃষার সঙ্গে তাঁর উচ্ছেবাবু ওরফে আদৃত রায়ের সমীকরণ এই ধারাবাহিকের জনপ্রিয়তার নেপথ্যে অন্যতম অনুঘটক ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Tollywood: ‘তোমার ঘরে বসত করে কয় জনা’, জানতে চান ‘মানিকে’ ম্যানিয়ায় বুঁদ অপু-মিঠাই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল