বুধবার সুস্মিতা নিজেই এই সংবাদ দিলেন ভক্তদের। তার পর থেকেই দুশ্চিন্তায় গোটা দেশের সুস্মিতা-অনুরাগীরা। নিজের বাবা সুবীর সেনের সঙ্গে শাড়ি পরে একটি ছবি পোস্ট করলেন সিঙ্গল মাদার। সঙ্গে একটি দীর্ঘ লেখা পোস্ট করেন তিনি। সেখানেই জানা যায়, দিন কয়েক আগে হার্ট অ্যাটাক হয়েছিল তাঁর। অ্যাঞ্জিপ্লাস্টি করা হয়েছে হার্টে। বসানো হয়েছে স্টেন্টও।
advertisement
লেখায় তিনি মজা করে লিখলেন, ‘আমার কার্ডিওলজিস্ট জানিয়েছেন, আমার হৃদয় বেশ বড়। সময় মতো সুব্যবস্থা করার জন্য অনেকের প্রতি আমি কৃতজ্ঞ। এই পোস্টটি করলাম আমার শুভাকাঙ্ক্ষীদের এই ভাল খবর দেওয়ার জন্য। খবর এটিই যে আমি ভাল আছি, সব ঠিক আছি। সবাইকে অনেক ভালবাসা।’
আরও পড়ুন: 'এমন সাজ যে মুখ দেখাতে পারছে না', নায়িকাকে আক্রমণ নেটপাড়ায়!
আরও পড়ুন: অরিজিতের কনসার্টে কমল হাজার হাজার দর্শকাসন! শিলিগুড়ির শো-এর টিকিট পাবেন কোথায়
সেই পোস্টের লেখায় নিজের বাবার কথা উল্লেখ করলেন সুস্মিতা। বাবা তাঁর হৃদয় ও মন সম্পর্কে কী বলেন জানেন? সুবীর বলেন, ‘চিরকাল তোমার হৃদয়ে আনন্দে ভরে থাকুক। এবং মনে অদম্য সাহস থাকুক। আমি সবসময়ে তোমার পাশেই থাকব। ঠিক যখন সবথেকে বেশি করে আমায় প্রয়োজন পড়বে।’ সর্বশেষে সমস্ত পোস্টের মতোই লেখার নীচে ‘দুগ্গা দুগ্গা’ লিখে ঈশ্বরকের কাছে প্রার্থনা করলেন সুস্মিতা।