কে ফিরে আসছে বলুন তো? 'আরিয়া'।
আরও পড়ুন: গোল্ডেন গ্লোবসের সাফল্যের পরেই এ কী হল! তড়িঘড়ি হাসপাতাল ছুটলেন জুনিয়র এনটিআর
আরও পড়ুন: পাঠান সফল হতেই শাহরুখের ছোট্ট ট্যুইট! তোলপাড় গোটা দেশ, কী এমন লিখলেন কিং খান?
ওটিটি-তে নতুন সিজন নিয়ে হাজির এই ওয়েব সিরিজ। 'আরিয়া ৩'। একেবারে নতুন অবতারে পর্দায় এলেন সুস্মিতা। ফুল-হাতা সবুজ টপ আর সানগ্লাসে অপরূপ দেখাচ্ছে প্রাক্তন বিশসুন্দরীকে। আরও ভয়ঙ্কর। আরও আত্মবিশ্বাসী। গল্পেও নাকি টানটান মোচড় আসছে। মুক্তি পেল তারই টিজার।
advertisement
এই 'আরিয়া' দিয়েই ওটিটি-তে প্রথমবারের জন্য পা রাখেন সুস্মিতা। এই সিরিজের জনপ্রিয়তা দেখে নির্মাতারা ইতিমধ্যে তিনটি সিজন বানিয়ে ফেলেছেন। ২০২০ সালে প্রথম সিজন মুক্তি পেয়েছিল। 'আরিয়া' হয়েই অনেক দিন পর পর্দায় কামব্যাক বঙ্গতনয়ার। অপরাধের দুনিয়া থেকে নিজের পরিবারকে রক্ষা করার জন্য যে কোনও বাধা অতিক্রম করতে পারে আরিয়া।
সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অনুপম খেরের ছেলে সিকান্দর খেরও। আর 'আরিয়া ৩' নিয়ে কথা বলতে গিয়ে সুস্মিতা এক সাক্ষাৎকারে জানিয়েছেন, 'আরিয়া সারিন চরিত্রের জন্য এই সিজনটি একেবারে নতুন ভোরের মতো। অতীতের ক্ষত ভুলে, বাধা পেরিয়ে নিজের জীবনে গল্প নতুন করে লিখছে সে। পরিচালক রাম মাধাবনি এবং ডিজনি প্লাস হটস্টার-এর সঙ্গে আবার কাজ করে ভাল লাগছে। মানুষ যেভাবে 'আরিয়া'কে ভালবাসা দিয়েছেন, সেটা যেন আবার করে পেতে মরিয়া হয়ে উঠেছি।'
এরই মাঝে আরও একটি ভিডিওতে হইচই পড়ে গিয়েছে। সুস্মিতার এই ভিডিও শেয়ার করে পাশাপাশি নিজের সেলফি ভিডিও পোস্ট করেছেন নায়িকার প্রাক্তন রোহমান শল। টিজারের প্রতিটি বাঁকে বাঁকে তিনি উপযুক্ত প্রতিক্রিয়া দিতে ভোলেননি। সুস্মিতাকে এই অবতারে দেখে যে চমকে গিয়েছেন এবং মুগ্ধ হয়েছেন, তা স্পষ্ট। আর প্রাক্তন প্রেমিকের এই ভিডিও দেখে সুস্মিতা বলে ওঠেন, 'কী মিষ্টি!' রোহমানের উত্তর, 'খুব হট'। দুই প্রাক্তনের এমনই প্রেমালাপ দেখে মজা পেয়ে গিয়েছেন ভক্তরা।