TRENDING:

Sushmita Sen Heart Attack: ঠিক এক মাস আগে ভয়াবহ হৃদরোগে আক্রান্ত হন, এখন কেমন আছেন সুস্মিতা সেন?

Last Updated:

Sushmita Sen Heart Attack: সুস্মিতা সেন ভিডিও শেয়ার করলেন নিজের মনোক্রম লুকের। আর সেখানেই বুঝিয়ে দিলেন নিজের স্বাস্থ্যের কথা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রায় মৃত্যুর মুখ থেকেই ফিরে এসেছেন অভিনেত্রী-প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেন। বুধবার সেই হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার এক মাস পূরণ হল। এখন কেমন আছেন সুস্মিতা সেন? ভক্তদের জন্য নিজেই সেই প্রশ্নের উত্তর দিলেন। ভিডিও শেয়ার করলেন নিজের মনোক্রম লুকের। আর সেখানেই বুঝিয়ে দিলেন নিজের স্বাস্থ্যের কথা।
সুস্মিতা সেন
সুস্মিতা সেন
advertisement

ব্যাকগ্রাউন্ডে শাফাকত আমানত আলির 'আঁখো কে সাগর' গানটি চালিয়ে সুস্মিতাকে দেখা গিয়েছে তাঁর নতুন ওয়েব সিরিজ 'তালি'-র সেটে। লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় ফের নিজেকে ফিরিয়ে কাজে ডুব দিয়েছেন নায়িকা। এবং তিনি যে এই কাজটি করতেই সবচেয়ে ভালবাসেন, সেকথাও জানিয়েছেন ভিডিওর ক্যাপশনে।

আরও পড়ুন: ফিটনেসের জন্যেই মরতে মরতে বেঁচেছেন সুস্মিতা সেন, হার্ট অ্যাটাকে ক্ষতির পরিমাণ জানালেন চিকিৎসক

advertisement

আরও পড়ুন: রোশনের সঙ্গে ফের সংসার করবেন শ্রাবন্তী? আদালতে এমনই মামলা নায়িকার তৃতীয় স্বামীর

advertisement

ভিডিও পোস্ট করে সুস্মিতা লিখেছেন, 'এক মাস পূরণ করছি আমার অ্যাঞ্জিওপ্লাস্টি হওয়ার, এবং যা করতে সবচেয়ে ভালবাসি সেটাই করছি। লাইটস, ক্যামেরা, অ্যাকশন এবং অবশ্যই প্রিয় গান শুনছি।' গত মাসের শেষ দিকেই ভয়ঙ্কর সেই খবরে শিউরে উঠেছিল গোটা দেশ। বিশ্বসুন্দরী ও বলিউডের নায়িকা সুস্মিতা সেন হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। তবে আপাতত সেই আতঙ্ক কাটিয়ে সুস্থ হয়েছেন নায়িকা। কাজেও ফিরে গিয়েছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

সুস্মিতার কার্ডিওলজিস্ট চিকিৎসক রাজীব ভগবত জানিয়েছেন হার্ট অ্যাটাকের ফলে সুস্মিতার শরীরে কতটা ক্ষতি হয়েছে। তিনিই সুস্মিতার হার্টে অস্ত্রোপচার করেছেন। চিকিৎসক জানিয়েছেন, সুস্মিতা সঠিক সময় সঠিক জায়গায় এসে উপস্থিত হয়েছিলেন। এবং সুস্মিতার ফিটনেসই তাঁকে মরতে মরতে বাঁচিয়েছে। নইলে নায়িকার শরীরে আরও বড় ক্ষতি হতে পারত। তবে একইসঙ্গে তিনি জানিয়েছেন, কখনওই সপ্তাহে ৩-৪ দিনের বেশি ভারী ওয়ার্কআউট করা উচিত নয়। উপযুক্ত বিশ্রাম ও ঘুম ছাড়া কোনও ভাবেই ওয়ার্কআউট করা উচিত নয় বলে জানিয়েছেন কার্ডিওলজিস্ট ভগবত।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Sushmita Sen Heart Attack: ঠিক এক মাস আগে ভয়াবহ হৃদরোগে আক্রান্ত হন, এখন কেমন আছেন সুস্মিতা সেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল