ব্যাকগ্রাউন্ডে শাফাকত আমানত আলির 'আঁখো কে সাগর' গানটি চালিয়ে সুস্মিতাকে দেখা গিয়েছে তাঁর নতুন ওয়েব সিরিজ 'তালি'-র সেটে। লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় ফের নিজেকে ফিরিয়ে কাজে ডুব দিয়েছেন নায়িকা। এবং তিনি যে এই কাজটি করতেই সবচেয়ে ভালবাসেন, সেকথাও জানিয়েছেন ভিডিওর ক্যাপশনে।
আরও পড়ুন: ফিটনেসের জন্যেই মরতে মরতে বেঁচেছেন সুস্মিতা সেন, হার্ট অ্যাটাকে ক্ষতির পরিমাণ জানালেন চিকিৎসক
advertisement
আরও পড়ুন: রোশনের সঙ্গে ফের সংসার করবেন শ্রাবন্তী? আদালতে এমনই মামলা নায়িকার তৃতীয় স্বামীর
ভিডিও পোস্ট করে সুস্মিতা লিখেছেন, 'এক মাস পূরণ করছি আমার অ্যাঞ্জিওপ্লাস্টি হওয়ার, এবং যা করতে সবচেয়ে ভালবাসি সেটাই করছি। লাইটস, ক্যামেরা, অ্যাকশন এবং অবশ্যই প্রিয় গান শুনছি।' গত মাসের শেষ দিকেই ভয়ঙ্কর সেই খবরে শিউরে উঠেছিল গোটা দেশ। বিশ্বসুন্দরী ও বলিউডের নায়িকা সুস্মিতা সেন হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। তবে আপাতত সেই আতঙ্ক কাটিয়ে সুস্থ হয়েছেন নায়িকা। কাজেও ফিরে গিয়েছেন।
সুস্মিতার কার্ডিওলজিস্ট চিকিৎসক রাজীব ভগবত জানিয়েছেন হার্ট অ্যাটাকের ফলে সুস্মিতার শরীরে কতটা ক্ষতি হয়েছে। তিনিই সুস্মিতার হার্টে অস্ত্রোপচার করেছেন। চিকিৎসক জানিয়েছেন, সুস্মিতা সঠিক সময় সঠিক জায়গায় এসে উপস্থিত হয়েছিলেন। এবং সুস্মিতার ফিটনেসই তাঁকে মরতে মরতে বাঁচিয়েছে। নইলে নায়িকার শরীরে আরও বড় ক্ষতি হতে পারত। তবে একইসঙ্গে তিনি জানিয়েছেন, কখনওই সপ্তাহে ৩-৪ দিনের বেশি ভারী ওয়ার্কআউট করা উচিত নয়। উপযুক্ত বিশ্রাম ও ঘুম ছাড়া কোনও ভাবেই ওয়ার্কআউট করা উচিত নয় বলে জানিয়েছেন কার্ডিওলজিস্ট ভগবত।