সুস্মিতাকে (Sushmita Sen) জিজ্ঞাসা করা হয়েছিল, "একজন মহিলা হিসেবে তোমার জীবনের সারাংশ কী?" উত্তরে সুস্মিতা বলেছিলেন, "মহিলা হয়ে জন্মানো মানে ঈশ্বরের আশীর্বাদ যা সবার পছন্দ করা উচিত। এক শিশুর উৎসই হল একজন মা, যিনি একজন মহিলা। একজন মহিলাই পুরুষকে দেখিয়ে দেয়, ভালোবাসা, খেয়াল রাখা এগুলি কী। এটাই আমি একজন মহিলা হয়ে বলতে চাই।"
advertisement
সম্প্রতি এক সাক্ষাৎকারে সুস্মিতাকে (Sushmita Sen) জিজ্ঞাসা করা হয়, আজ কি সেই উত্তর একটু হলেও তিনি বদলাতে চাইবেন? উত্তরে সুস্মিতা জানান, তাঁকে জিজ্ঞাসা করা হয়নি মহিলাদের গুণ কী বা অবদান কী? কিন্তু সেই সময়ে তিনি সেই উত্তরই দিয়েছিলেন। বরং তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল মহিলাদের জীবনের সারাংশ কী?
কেন তিনি প্রশ্ন বুঝতে পারেননি, সেই উত্তরও দিয়েছেন সুস্মিতা। অভিনেত্রী বলছেন, "আমি হিন্দি মিডিয়াম স্কুলে পড়তাম। তাই আমি ভালো ইংরেজি জানতাম না তখন। আমি জানি না আমি কী ভাবে প্রশ্ন বুঝলাম এবং সেগুলির উত্তর দিলাম পরিষ্কার করে ১৮ বছর বয়সে। আমার মনে হয় আমার জিভে ঈশ্বর বসেছিলেন এবং আমায় দিয়ে বলিয়ে নিয়েছেন। আমি বলেছিলাম মহিলা হওয়া মানে ঈশ্বরের উপহার। এখনও সেটাই মনে করি। কিছুই বদলায়নি।"
আরও পড়ুন- সাবার সঙ্গে গাঁটছড়া হৃতিকের? এক ঘনিষ্ঠ সূত্র ফাঁস করল গোপন প্রেমের খবর
সুস্মিতা তার উত্তরের সঙ্গে আরও যোগ করেছেন, "মহিলা মানে শুধুই গর্ভ নয়, যেখান থেকে আরও এক মানুষের জন্ম হয়। শুধু মা হওয়ার জন্য এক জন মহিলার জন্ম হয় না। কিন্তু তিনি দেখাতে পারেন, ভালোবাসা কী, মানুষের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া কী, খেয়াল রাখা কী।"
আরও পড়ুন- হঠাৎ মুখোমুখি সুশান্তের দুই প্রাক্তন প্রেমিকা! কৃতীকে দেখে অঙ্কিতা কী করলেন? ভাইরাল ভিডিও
প্রসঙ্গত,সুস্মিতা বহু মহিলার কাছে অনুপ্রেরণা। মাতৃত্বের জন্য বিয়ে না করলেও চলে, তা বুঝিয়ে দিয়েছেন তিনি। দুই মেয়ে রেনি ও আলিশাকে দত্তক নিয়েছিলেন সুস্মিতা। তাঁদের সঙ্গে ভালো সময় কাটাচ্ছেন প্রাক্তন বিশ্বসুন্দরী।