advertisement
বিহারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে শেখর সুমনের ৷ একটি ট্যুইটে তিনি জানিয়েছেন ফিল্ম ইন্ডাস্ট্রির এমন কিছু মানুষ আছেন যাঁরা ভীতুর মতন পিছনে কথা বলেন, তাঁরাই সুশান্ত সিং রাজপুতের ভক্তদের গর্জনের সামনে ইঁদুর হয়ে গর্তে ঢুকে গিয়েছেন ৷ তাঁদের মুখোশ খুলে গিয়েছে আসল চেহারা প্রকাশ্যে এসেছে ৷ হিপোক্রেটসরা সামনে চলে এসেছে বলেই মনে করেন তিনি ৷ যতক্ষণ না দোষীরা দৃষ্টান্তমূলক শাস্তি পাচ্ছে ততক্ষণ বিহার ও দেশের বহু মানুষের আত্মা তৃপ্ত হবেনা ৷
এই বলেই বিহার জিন্দাবাদ নামে স্লোগান দিয়েছেন শেখর সুমন ৷ তাঁকে ছোট পর্দার অমিতাভ বচ্চন বলেও সম্বোধন করা হয়, শেখর সুমন প্রশ্ন তুলেছেন যদি মেনেই নেওয়া হয় সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেছেন সেক্ষেত্রে তাঁর মত বিচক্ষণ ও বুদ্ধিমান মানুষ অবশ্যই সুইসাইড নোট রেখে যেতেন ৷
তিনি আরও লিখেছেন সুশান্ত সিং রাজপুত বিহারী ছিলেন, বিহারীদের আবেগ বা সংবেদনশীলতা সব থেকে বেশি ৷ সুশান্তের মত অন্য কোনও যুব প্রাণকে এমন ভাবে যেন না হারাতে হয়, দাবি তুলেছেন শেখর সুমন ৷