TRENDING:

Sushant Singh Rajput: ক্লোজার রিপোর্ট জমা দিল সিবিআই, সুশান্তের মৃত্যু রহস্যের তদন্তে কি এখানেই ইতি? জানুন নিয়ম

Last Updated:

সুশান্তের আকস্মিক মৃত্যুতে হতবাক হয়ে গিয়েছিল গোটা দেশ৷ সুশান্তকে খুন করা হয়েছে, এমন তত্ত্বও উঠে আসে৷ শেষ পর্যন্ত সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীর দিকে আঙুল তোলে অভিনেতার পরিবার৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বাই: অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্যের তদন্ত শেষ করে ক্লোজার রিপোর্ট জমা দিয়েছে সিবিআই৷ সেই রিপোর্টে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সুশান্তের মৃত্যুকে আত্মহত্যা বলেই দাবি করেছে, এমনটাই সূত্রের খবর৷ সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে অন্য কোনও অস্বাভাবিকতা অথবা খুনের সম্ভাবনাও সিবিআই তদন্তে খারিজ করে দেওয়া হয়েছে৷
সুশান্ত সিং রাজপুত৷
সুশান্ত সিং রাজপুত৷
advertisement

২০২০ সালের ১৪ জুন মুম্বাইয়ে নিজের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল ৩৪ বছর বয়সি সুশান্ত সিং রাজপুতের দেহ৷ সুশান্তের এই আকস্মিক মৃত্যুতে হতবাক হয়ে গিয়েছিল গোটা দেশ৷ সুশান্তকে খুন করা হয়েছে, এমন তত্ত্বও উঠে আসে৷ শেষ পর্যন্ত সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীর দিকে আঙুল তোলে অভিনেতার পরিবার৷ সুশান্তকে খুন করা হয়েছে বলে সন্দেহ প্রকাশ করে বিহার পুলিশের কাছে অভিযোগও জানায় প্রয়াত অভিনেতার পরিবার৷ এর পরই মামলাটির তদন্তভার হাতে নিয়েছিল সিবিআই৷ যদিও সিবিআই-এর তদন্তে সেই খুনের সম্ভাবনা খারিজ করে দেওয়া হল৷ খুনের অভিযোগের স্বপক্ষে কোনও জোরাল প্রমাণ মেলেনি বলেই মত তদন্তকারীদের৷

advertisement

আরও পড়ুন: স্বামীকে খুন করা মুসকান অন্তঃসত্ত্বা? আজই হবে প্রেগন্যান্সি টেস্ট, মেরঠ কাণ্ডে আসতে পারে বড় মোড়

তবে ক্লোজার রিপোর্ট জমা পড়া মানেই এই মামলায় সিবিআই তদন্ত শেষ হয়ে গেল, এমনটা কিন্তু নয়৷ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আদালত৷ আদালত যদি মনে করে তদন্ত অসমাপ্ত রয়েছে অথবা ঘটনার অন্য কোনও আঙ্গিক খতিয়ে দেখা দরকার, তাহলে ফের তদন্ত শুরুর নির্দেশ দিতে পারে৷

advertisement

পাশাপাশি, যদি এই মামলার আবেদনকারী সিবিআই-এর তদন্তে সন্তুষ্ট না হন অথবা তদন্ত রিপোর্টের সঙ্গে সহমত পোষণ না করেন, তাহলে ফের আদালতে নতুন করে তদন্ত শুরুর আর্জি জানাতে পারেন তিনি৷ আদালত ক্লোজার রিপোর্ট গ্রহণ করলে তবেই এই মামলার তদন্ত শেষ হয়েছে বলে সরকারি ভাবে ধরে নেওয়া হবে৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সুশান্ত সিং রাজপুতের বাবা কে কে সিং রিয়া চক্রবর্তী সহ অন্যান্য কয়েকজনের বিরুদ্ধে অভিনেতাকে আত্মহত্যায় প্ররোচনা, মানসিক নির্যাতন এবং আর্থিক তছরুপের অভিযোগ এনে পটনায় পুলিশের কাছে এফআইআর দায়ের করেন৷ এর পাল্টা মুম্বাই পুলিশে অভিযোগ করেন রিয়া৷ তিনি দাবি করেন, সুশান্তের বোনেরাই অভিনেতার জন্য ভুয়ো প্রেস্ক্রিপশন তৈরি করেছিল৷ যদিও এই অভিযোগুলির কোনওটির প্রমাণ পায়নি সিবিআই, সুশান্তের মৃত্যুতে চক্রান্তের তত্ত্বও খারিজ করেছে তারা৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Sushant Singh Rajput: ক্লোজার রিপোর্ট জমা দিল সিবিআই, সুশান্তের মৃত্যু রহস্যের তদন্তে কি এখানেই ইতি? জানুন নিয়ম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল