TRENDING:

ধোনির বউ-মেয়ের সঙ্গে দেখা করলেন সুশান্ত সিং রাজপুত!

Last Updated:

ছবিতে তিনিই মহেন্দ্র সিং ধোনি ৷ তাই ধোনির চরিত্রে ঠিকঠাক ফিট করতে চেষ্টার কোনও ত্রুটি রাখছেন না সুশান্ত সিং রাজপুত ৷ খড়গপুরে সপ্তাহ ধরে টিকিট কালেক্টর সেজে শ্যুটিংয়ের পরে এবার ধোনির সংসারে ঢুঁ মারলেন সুশান্ত ৷ ধোনির স্ত্রী স্বাক্ষী ও মেয়ে জিভার সঙ্গে ডিনার টেবিলে আড্ডায় মেতে উঠলেন ছবির ধোনি সুশান্ত সিং রাজপুত ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ছবিতে তিনিই মহেন্দ্র সিং ধোনি ৷ তাই ধোনির চরিত্রে ঠিকঠাক ফিট করতে চেষ্টার কোনও ত্রুটি রাখছেন না সুশান্ত সিং রাজপুত ৷ খড়গপুরে সপ্তাহ ধরে টিকিট কালেক্টর সেজে শ্যুটিংয়ের পরে এবার ধোনির সংসারে ঢুঁ মারলেন সুশান্ত ৷ ধোনির স্ত্রী স্বাক্ষী ও মেয়ে জিভার সঙ্গে ডিনার টেবিলে আড্ডায় মেতে উঠলেন ছবির ধোনি সুশান্ত সিং রাজপুত ৷
advertisement

বহুদিন আগে থেকেই খবরে ছিল পরিচালক নীরজ পাণ্ডে তৈরি করতে চলেছেন ধোনিকে নিয়ে একটি সিনেমা ৷ ছবির নাম ‘এম এস ধোনি দ্য আনটোল্ড স্টোরি’ ৷ ডিসেম্বরের মাঝ থেকেই শুরু হয়েছে এই ছবির শ্যুটিং ৷ রেলের টিকিট কালেক্টর সেজে ধোনি রূপী সুশান্ত শ্যুটিং করেছেন খড়গপুরের রেল স্টেশনে৷ সুশান্ত জানিয়েছেন, ‘ধোনিকে আরও কাছ থেকে জানার জন্যই স্বাক্ষীর সঙ্গে দেখআ করলাম ৷ ওঁর কাছ থেকে অনেক কিছু জানলাম ৷ যেটা আমাকে খুব সাহায্য করবে ৷’ শুধু ডিনার নয়, ইনস্টাগ্রামে ধোনি কন্যা জিভাকে নিয়ে ছবিও পোস্ট করলেন সুশান্ত সিং রাজপুত ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মাটির রঙিন খেলনায় ছেয়ে গিয়েছে বাজার, চাহিদা তুঙ্গে! দাম কত জানেন?
আরও দেখুন
বাংলা খবর/ খবর/বিনোদন/
ধোনির বউ-মেয়ের সঙ্গে দেখা করলেন সুশান্ত সিং রাজপুত!