TRENDING:

The Kerala Story: ‘দ্য কেরালা স্টোরি’ পশ্চিমবঙ্গে নিষিদ্ধ নয়! সিদ্ধান্ত জানাল সুপ্রিম কোর্ট

Last Updated:

The Kerala Story: নিষেধাজ্ঞা খারিজ হল ‘দ্য কেরালা স্টোরি’র। সুদীপ্ত সেন পরিচালিত ছবির উপর নিষেধাজ্ঞা জারি করেছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। সেই নিয়ে মামলা হয় শীর্ষ আদালতে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: ‘দ্য কেরালা স্টোরি’র উপর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নিষেধাজ্ঞা খারিজ হল। সুদীপ্ত সেন পরিচালিত ছবির উপর নিষেধাজ্ঞা জারি করেছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। সেই নিয়ে মামলা হয় শীর্ষ আদালতে। এবার সেই মামলার ভিত্তিতেই জানিয়ে দিল, ‘নিষেধাজ্ঞার কোনও সারবত্তা নেই। সিবিএফসি-র অনুমোদন প্রাপ্ত কোনও ছবিকে এভাবে নিষিদ্ধ করা যায় না। নিষিদ্ধ করা অসহিষ্ণুতার উদাহরণ।’
‘দ্য কেরালা স্টোরি’
‘দ্য কেরালা স্টোরি’
advertisement

‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘‘ঘৃণা কোনওভাবে বরদাস্ত করবে না রাজ্য সরকার৷ শান্তি বজায় রাখাই মূল উদ্দেশ্য, তাই কারণেই এই রাজ্যে কেরালা স্টোরি ব্যান করে দেওয়া হল৷’’ এর আগে সাংবাদিক বৈঠকে কেরালা স্টোরি সিনেমাটি নিয়ে বিস্তারিত ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

কেরলের ধর্মান্তকরণ ও জঙ্গি যোগ প্রসঙ্গ নিয়ে তৈরি হয়েছে এই ছবিটি৷ গোটা দেশেই ছবিটি মুক্তি পেয়েছে এবং বিতর্ক তৈরি করেছে৷ সমগ্র দেশের মতো কলকাতাতেও গত ৫ মে ছবিটি মুক্তি পায়৷ তার ঠিক তিন দিনের মাথায়, অর্থাৎ ৮ মে এই ছবিটি নিষিদ্ধ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
The Kerala Story: ‘দ্য কেরালা স্টোরি’ পশ্চিমবঙ্গে নিষিদ্ধ নয়! সিদ্ধান্ত জানাল সুপ্রিম কোর্ট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল