শুটিং-এর সেটে পা কাটে সানি লিওনের। কেউ আবার ইন্জেকশন নিতে বললেন অভিনেত্রীকে। ইন্জেকশন তো দূরের কথা কিছুতেই ক্ষততে ওষুধ লাগাতে চাইলেন না তিনি। জোড় করে ওষুধ দিতে হল তাঁকে। সহায়ককে চড়ও মারতে চাইলেন তিনি। এমনই এক ভিডিও নিজের ইনস্টাপ্রোফাইল থেকে শেয়ার করেছেন সানি লিওন। ভিডিওতে অভিনেত্রীকে বলতে শোনা গেল , 'প্রথমে কোভিড নিয়ে ভয় পাচ্ছিলাম, এখন আবার এটা হয়ে গেল'। তারপরেই অভিনেত্রীর কাছে ছুটে আসেন সকলে।
advertisement
আরও পড়ুন: দীপিকাকে দেখে ‘আঁখো মে তেরি’ গেয়ে উঠলেন শাহরুখ, বললেন, ‘আমরা তো প্রেমের সুযোগ খুঁজি’
সানির এইভিডিও শেয়ার হওয়া মাত্রই ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। সামান্য পা কেটে যাওয়াতে অ্যম্বুলেন্সও ডাকতে চেয়েছেন অভিনেত্রী। শুটিং-এর এই মজার দৃশ্য নিজেই সামাজিক মাধ্যমে শেয়ার করেন সানি। ভিডিওটি শেয়ার করে সানি লেখেন 'আমার টিম আমাকে অনেক বেশি ভয় দেখায়'। সানির এই ভিডিও দেখে বেশ মজাই পেয়েছেন নেটিজেনরা। কমেন্টের বন্যা বয়ে গিয়েছে ভিডিওটি জুড়ে।
প্রসঙ্গত ' দি ব্যটল অফ ভিমা কোরেগাও' নামক একটি ছবিতে দেখা যাবে অভিনেত্রীকে। চলতি বছরের মার্চ মাসেই মুক্তি পেতে চলেছে এই ছবি।