TRENDING:

‘পর্ন ক্যুইন’ তকমা পেয়েও অনুতাপ নেই সানির

Last Updated:

কেরিয়ারের অধিকাংশ সময়টা পর্ন ফিল্মের দুনিয়ায় কাটালেও সানি লিওনে এখন বলিউডের অন্যতম মুখ ৷ এখনও পর্যন্ত যে ক’টি ফিল্মে কাজ করেছেন, সেখানে তাঁর অভিনয় নজর না কাড়লেও তিনি কিন্তু দর্শকদের যথেষ্ট নজর কেড়েছেন ৷ কিন্তু ‘প্রাক্তন পর্ন কুইন’, এই তকমাটা এখনও যাচ্ছে না সানির জীবন থেকে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই:  কেরিয়ারের অধিকাংশ সময়টা পর্ন ফিল্মের দুনিয়ায় কাটালেও সানি লিওনে এখন বলিউডের অন্যতম মুখ ৷ এখনও পর্যন্ত যে ক’টি ফিল্মে কাজ করেছেন, সেখানে তাঁর অভিনয় নজর না কাড়লেও তিনি কিন্তু দর্শকদের যথেষ্ট নজর কেড়েছেন ৷ কিন্তু ‘প্রাক্তন পর্ন কুইন’, এই তকমাটা এখনও যাচ্ছে না সানির  জীবন থেকে ৷
advertisement

সম্প্রতি সানির একটি সাক্ষাৎকারও যথেষ্ট হইচই ফেলেছে সোশ্যাল মিডিয়ায় ৷ সানিকে প্রশ্ন করা হয়, ‘‘পর্ন তারকা হিসেবে আপনার অতীত কি আপনাকে তাড়া করে বেড়ায়?’’ তার উত্তরে কোনও রাখঢাক না করেই সানি বলেন, ‘‘যা করেছি বেশ করেছি। আমি ওসব নিয়ে এখন ভাবিই না। হয়তো কোনও একদিন বড় মাপের কোনও স্টারের সঙ্গে আমি কাজ করব। যে কাজটা যখন করছি সেটাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। আমার অতীত নয়। তাই আমার পর্ন ছবিতে অভিনয় আমার এখনকার জীবনে কোনও প্রভাব ফেলে না।’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কৃষ্ণচন্দ্রপুরে এবার স্বপ্নের স্টেডিয়াম, নতুন বছরেই খুলে যাবে সকলের জন্য
আরও দেখুন

অতীত যে তাঁর পিছু ছাড়ছে না, এতে স্বভাবতই বিরক্ত সানি ৷ কিন্তু এখানেই প্রশ্ন উঠছে, যে কারোর অতীত নিয়ে বা ব্যক্তিগত জীবন নিয়ে খোঁচা দেওয়া কী মিডিয়ার কাজ ? সাংবাদিকদের প্রশ্নে কিন্তু মেজাজ হারাননি সানি ৷ সাক্ষাৎকারের শুরুতেই ‘পর্ন ক্যুইন’ বলে তাঁকে একটি সর্বভারতীয় চ্যানেলের সাংবাদিক সম্বোধন করলে সানি হেসে বলেন, ‘‘আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি সারা দিন আমার কথা ভাবেন। আমি অপেক্ষা করছি সে দিনের, যে দিন ওবামাও আমাকে নিয়ে কথা বলবেন।’’

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘পর্ন ক্যুইন’ তকমা পেয়েও অনুতাপ নেই সানির