সম্প্রতি সানির একটি সাক্ষাৎকারও যথেষ্ট হইচই ফেলেছে সোশ্যাল মিডিয়ায় ৷ সানিকে প্রশ্ন করা হয়, ‘‘পর্ন তারকা হিসেবে আপনার অতীত কি আপনাকে তাড়া করে বেড়ায়?’’ তার উত্তরে কোনও রাখঢাক না করেই সানি বলেন, ‘‘যা করেছি বেশ করেছি। আমি ওসব নিয়ে এখন ভাবিই না। হয়তো কোনও একদিন বড় মাপের কোনও স্টারের সঙ্গে আমি কাজ করব। যে কাজটা যখন করছি সেটাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। আমার অতীত নয়। তাই আমার পর্ন ছবিতে অভিনয় আমার এখনকার জীবনে কোনও প্রভাব ফেলে না।’’
advertisement
অতীত যে তাঁর পিছু ছাড়ছে না, এতে স্বভাবতই বিরক্ত সানি ৷ কিন্তু এখানেই প্রশ্ন উঠছে, যে কারোর অতীত নিয়ে বা ব্যক্তিগত জীবন নিয়ে খোঁচা দেওয়া কী মিডিয়ার কাজ ? সাংবাদিকদের প্রশ্নে কিন্তু মেজাজ হারাননি সানি ৷ সাক্ষাৎকারের শুরুতেই ‘পর্ন ক্যুইন’ বলে তাঁকে একটি সর্বভারতীয় চ্যানেলের সাংবাদিক সম্বোধন করলে সানি হেসে বলেন, ‘‘আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি সারা দিন আমার কথা ভাবেন। আমি অপেক্ষা করছি সে দিনের, যে দিন ওবামাও আমাকে নিয়ে কথা বলবেন।’’