আসলে ওই সাক্ষাৎকারে সুনীলকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, এখন তাঁর আর কপিলের মধ্যে সব কিছু ঠিক আছে কি না! জবাবে অভিনেতা বলেন, “আমি তো তেমনটাই মনে করি।” এমনকী সংবাদমাধ্যমের কাছে তিনি আরও বলেন যে, “খুব শীঘ্রই ওই শোয়ের বিষয়ে আমরা ঘোষণা করব এবং কথা বলব।”
advertisement
কপিল শর্মার সঙ্গে বিবাদ অবসান করার কথা বলেন সুনীল। সাংবাদিক বৈঠকে স্বীকার করে নেন যে, ওই বচসার কারণে বিব্রত হয়েছিলেন তিনি। অভিনেতার কথায়, “প্রথম দিকে আমি খুবই অস্বস্তিতে থাকতাম। কিন্তু আর নয়। আমি সত্যিটা জানি। তাই কে কী ভাবলেন, সেটা তাঁদের সমস্যা। আমার নয়। যাঁরা আঙুল তোলেন, তাঁদের কীসের যোগ্যতা? আমি কোনও জবাব খুঁজলে আমি সেটাই করব। কোনও ব্যাখ্যার প্রয়োজন হবে না। তাঁরা বিষয়টা সম্পূর্ণ রূপে কিছু জানেন না। তাঁরা কিছু বলছেন, কারণ সেটাই তাঁদের কাজ। আসলে নেতিবাচক কথা লিখলে তো মানুষের দৃষ্টি সেদিকেই বেশি যায়। সেটা ধীরে ধীরে তাঁরা বুঝবেন।”
‘কমেডি নাইটস উইথ কপিল’ এবং ‘দ্য কপিল শর্মা শো’-এ কাল্পনিক চরিত্র গুত্থি এবং ডা. মশুর গুলাটির ভূমিকায় অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছিলেন সুনীল। রীতিমতো ঘরের ছেলে হয়ে ওঠেন। তবে ২০১৮ সালে উড়ানের মধ্যেই দুই কৌতুকশিল্পীর মধ্যে তুমুল বচসা হয়েছিল। তাঁরা অস্ট্রেলিয়ার একটি শো থেকে ফিরছিলেন। এরপর থেকে কপিলের সঙ্গে আর কাজ করেননি সুনীল। এমনকী গত বছর পর্যন্ত তাঁরা একে অপরের সঙ্গে কথাও বলতেন না।
যদিও গত বছরেই একসঙ্গে কাজ করার কথা ঘোষণা করেন দুই তারকাই। তখনই জানা যায় তাঁদের নেটফ্লিক্স শোয়ের কথা। যদিও ওই শোয়ের তেমন বিস্তারিত তথ্য প্রকাশ্যে আসেনি। তবে নেটফ্লিক্সের ওই শোয়ে থাকবেন রাজীব ঠাকুর, কিকু শারদা, কৃষ্ণা অভিষেক এবং অর্চনা পূরণ সিং। ফলে বলাই বাহুল্য, কপিল শর্মা এবং সুনীল গ্রোভারের অনস্ক্রিন খুনসুটি দেখার জন্য রীতিমতো মুখিয়ে রয়েছেন ভক্তরা!