TRENDING:

Sumona Chakravarti: অন্তর্বাসের কালো ফিতে বেরিয়ে, উন্মুক্ত বক্ষবিভাজিকা, কাজল-কালো নেশাতুর চোখ! এ কোন সুমনা? ভাইরাল ছবি

Last Updated:

Sumona Chakravarti: কিছুদিন আগে কপিল শর্মার এমন মন্তব্য নিয়ে মুখ খুলেছিলেন সুমনা চক্রবর্তী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: সুমনা চক্রবর্তী। বাঙালি নায়িকা টেলিভিশনের চেনা মুখ। গত প্রায় সাত বছর ধরে কৌতুকশিল্পী কপিল শর্মার সঙ্গে কাজ করছেন সুমনা। কপিলের কমেডি অনুষ্ঠানের মাধ্যমেই দর্শকের নজরে আসেন তিনি। অনুষ্ঠানে কপিলের চরিত্রের স্ত্রীর ভূমিকায় দেখা যেত সুমনাকে।
advertisement

হাসি ঠাট্টার অনুষ্ঠানে একাধিকবার তাঁর ঠোঁটের আকৃতি নিয়ে মশকরা করা হয়। কিছুদিন আগে কপিল শর্মার এমন মন্তব্য নিয়ে মুখ খুলেছিলেন সুমনা। সেখানে জানিয়েছিলেন, কপিলের সর্মসমক্ষে তাঁর ঠোঁট নিয়ে করা মন্তব্য কষ্টই দেয়। তবে সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে কিছু ছবি শেয়ার করেছেন সুমনা।

আরও পড়ুন: শুধু বাগান সাজানো নয়, খুশকি তাড়াতে গাঁদা ফুলের এই গুণ অব্যর্থ! জানলে জীবন বদলে যাবে

advertisement

সেখানে নিজের বেশ কিছু হট অবতারের ছবি শেয়ার করে ইঙ্গিতবাহী ক্যাপশন লিখেছেন সুমনা। যেন কপিলের শো-এর এই ঠাট্টা-মশকরারই যোগ্য জবাব দিয়েছেন নায়িকা। লিখেছেন, ‘হ্যালো ডিসেম্বর। চরিত্র নিয়ে ভেবো, খ্যাতি নিয়ে নয়। তোমার চরিত্রটাই তুমি, খ্যাতি হল লোকে তোমাকে যা মনে করে।’ এরই সঙ্গে ছবি তুলে দেওয়া বন্ধুকে ধন্যবাদ দিয়েছেন সুমনা।

advertisement

আরও পড়ুন: বিমানবন্দরে শাহরুখকে চিনতেই পারলেন না নিরাপত্তারক্ষী! কোথায় হল এমন ঘটনা জানেন? দেখুন

ছবির ক্যাপশনের শেষদিকে সুমনা লিখেছেন, ‘বহুদিন পর ক্যামেরার সামনে পোজ দিলাম। সকাল সাড়ে ৫টায় উঠেছি, হালকা চোখের মেকআপ করেছি ও ব্লাশ, নিজের ওয়ার্ডড্রোব থেকে পোশাক পরেছি, আর এই হল আমি। সুমনা 2.0 ২০২৪-এর জন্য তৈরি।’

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

বাংলা খবর/ খবর/বিনোদন/
Sumona Chakravarti: অন্তর্বাসের কালো ফিতে বেরিয়ে, উন্মুক্ত বক্ষবিভাজিকা, কাজল-কালো নেশাতুর চোখ! এ কোন সুমনা? ভাইরাল ছবি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল