হাসি ঠাট্টার অনুষ্ঠানে একাধিকবার তাঁর ঠোঁটের আকৃতি নিয়ে মশকরা করা হয়। কিছুদিন আগে কপিল শর্মার এমন মন্তব্য নিয়ে মুখ খুলেছিলেন সুমনা। সেখানে জানিয়েছিলেন, কপিলের সর্মসমক্ষে তাঁর ঠোঁট নিয়ে করা মন্তব্য কষ্টই দেয়। তবে সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে কিছু ছবি শেয়ার করেছেন সুমনা।
আরও পড়ুন: শুধু বাগান সাজানো নয়, খুশকি তাড়াতে গাঁদা ফুলের এই গুণ অব্যর্থ! জানলে জীবন বদলে যাবে
সেখানে নিজের বেশ কিছু হট অবতারের ছবি শেয়ার করে ইঙ্গিতবাহী ক্যাপশন লিখেছেন সুমনা। যেন কপিলের শো-এর এই ঠাট্টা-মশকরারই যোগ্য জবাব দিয়েছেন নায়িকা। লিখেছেন, ‘হ্যালো ডিসেম্বর। চরিত্র নিয়ে ভেবো, খ্যাতি নিয়ে নয়। তোমার চরিত্রটাই তুমি, খ্যাতি হল লোকে তোমাকে যা মনে করে।’ এরই সঙ্গে ছবি তুলে দেওয়া বন্ধুকে ধন্যবাদ দিয়েছেন সুমনা।
আরও পড়ুন: বিমানবন্দরে শাহরুখকে চিনতেই পারলেন না নিরাপত্তারক্ষী! কোথায় হল এমন ঘটনা জানেন? দেখুন
ছবির ক্যাপশনের শেষদিকে সুমনা লিখেছেন, ‘বহুদিন পর ক্যামেরার সামনে পোজ দিলাম। সকাল সাড়ে ৫টায় উঠেছি, হালকা চোখের মেকআপ করেছি ও ব্লাশ, নিজের ওয়ার্ডড্রোব থেকে পোশাক পরেছি, আর এই হল আমি। সুমনা 2.0 ২০২৪-এর জন্য তৈরি।’
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F