তাঁর ছবি একা৷ প্রায় তিন-সাড়ে তিন বছর আগে থেকে এই ছবির কাজ শুরু করেন সুমন সেন৷ বাংলাতেই তৈরি হবে তাঁর ছবি৷ তবে এই ছবির ভাষা বাংলা হলেও, ছবিটি দেশ তথা বিশ্বের দরবারে পরিবেশনের কথা মাথায় রেখেই তৈরি করবেন সুমন৷ ছবি নিয়ে চিন্তাভাবনার মধ্যেই তাঁর সঙ্গে আলাপ বিজন ও আরিফের৷ বিজন থাকেন লস এঞ্জলসে এবং আরিফ ঢাকায়৷ সুমনের ছবি নিয়ে আগ্রহ দেখান তাঁরা৷ এরপর তাঁর সঙ্গে যুক্ত হন বিখ্যাত ফরাসি প্রযোজক ডমিনিক ওলিনস্কি৷ গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তাঁদের আলাপ৷ এরপর একা ছবি জন্য এগিয়ে আসেন পরিচালক-প্রযোজক অনুরাগ কাশ্যপ৷ তাঁর সঙ্গে দেখা করে কথা হয়েছে ছবি নিয়ে৷ তবে প্রথম আলাপে ছবি ছাড়াও নানা বিষয় নিয়ে কথা হয় তাঁদের৷ এমনকী ওয়াইন নিয়েও হয়েছে গল্প, হাসতে হাসতে বলছেন সুমন৷ এইভাবে নিজের প্রথম ছবিতে দেশ-বিদেশের বিভিন্ন বিখ্যাত শিল্পীর সাহায্য পেয়েছেন সুমন, যা তাঁর কাজ এগিয়ে নিয়ে যেতে আরও উৎসাহ জুগিয়েছে৷ আর এরপরই তাঁর কান যাত্রা৷ বলাই বাহুল্য, এটা সুমনের কাছে খুলে দিয়েছে এক নতুন দিগন্ত৷
advertisement
ইতিমধ্যেই ফ্রান্সে পৌঁছে গিয়েছেন সুমন৷ La Fabrique Cinéma de l'Institut français তাঁকে সাহায্য করবে বিশ্বের তাবড় চলচ্চিত্র প্রভাবশালীদের মুখোমুখি হতে৷ এই বিশাল মঞ্চে অন্যদের সঙ্গে তাঁর ভাবধারার আদানপ্রদান হবে, যা তাঁকে আরও সমৃদ্ধ করবে৷ বিশ্ব দরবারে বিভিন্ন চলচ্চিত্র পরিচালকদের সঙ্গে আলাপচারিতায় আরও দিক খুলে যাবে তাঁর সামনে, যা তাঁকে আরও উন্নতমানের পরিচালক হতে সাহায্য করবে বলে মনে করেন সুমন৷
এই মুহূর্তে প্যারিস রয়েছেন সুমন৷ সেখান থেকে কথা বলতে গিয়ে উচ্ছ্বাস নয়, অনেক বেশি শান্ত নবাগত পরিচালক৷ ইতিমধ্যেই বিজ্ঞাপন তৈরিতে হাত পাকিয়েছেন তিনি৷ তবে পূর্ণাঙ্গ ছবি হিসেবে এটাই প্রথম৷ ২০২২ থেকে কলকাতায় শুরু হবে তাঁর ছবির শ্যুটিং৷ এখনও পর্যন্ত ছবির জন্য কোনও শিল্পীকে বাছেননি তিনি৷ দুই বাংলা মিলিয়ে ছবির কাস্টিং হবে৷ তবে এখনও ছবির মুক্তি বা ডিস্ট্রবিউশন নিয়ে খুব বেশি ভাবেননি তিনি৷ সুমন চান, যেভাবে ছবির শুরুতে বিশ্বব্যাপী সাড়া পেয়েছেন তিনি, সেভাবে তাঁর ছবিও ছড়িয়ে পড়ুক বিভিন্ন প্রান্তে৷